পাতা:দিল্লীশ্বরী.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R অভিমত শ্ৰীঘহুলাথ সরকার :–“এই গ্রন্থখানিতে রাজিয়া ও নুরুজস্থানের সম্পূর্ণ ও সত্য ইতিহাস দেওয়া হইয়াছে।. সৰ্ব্বাপেক্ষা প্রাচীন ও বিশ্বাসযোগ্য ঐতিহাসিক সাক্ষ্যগুলিকে বৈজ্ঞানিক প্রণালীতে বিচার করিয়া কেবলমাত্র সেই উপাদানেকুy" সাহায্যে ব্রজেন্দ্রনাথ ইহাদের চরিত্র ও জীবন-কাহিনী আমাদের সম্মুখে স্থাপন করিয়াছেন। তিনি অসত্যের, মন-গড় প্রবাদের আপাতমধুর কাহিনী নিৰ্ম্মমভাবে ত্যাগ করিয়াছেন। কিন্তু এই কঠোর ইতিহাস-সাধনার ফল বেশ মনোরম হুইয়াছে । সত্য রাজিয়া ও বুরুজগন এই সত্য-দেবীর গ্রন্থে আমাদের নিকট থিয়েটর রাজিয়া ও বুরুজগন অপেক্ষ অধিক খুড় ও মনোলোগ আকর্ষণ করে। এটা বঙ্গভাষার কম গৌরব নহে যে, নূরজস্থানের সম্পূর্ণ ও ইতিহাস-সঙ্গত জীবনী গ্ৰথমে এই ভাষাতে লিখিত হুইয়াছে।...এই গ্রন্থের ইংরেজী অ্যাওয় ته অবশ্যক।” (“প্রবাসী, ভাদ্র ১৩৩০ ) অক্ষয়কুমার মৈত্রেক্স ৪—“অল্প পরিসরের মধ্যে অনেক ঐতিহাসিক তথ্যের সমাবেশ করা কঠিন হইলেও, লেং,৩ সেই কঠিন কাৰ্য স্বসম্পন্ন করিয়া, রচনা-ক্ষমতার যেরূপ পরিত্ন । প্রদান করিয়াছেন, তাহা সৰ্ব্বথা প্রশংসালাভের যোগ্য ।” .( ‘ভারতী, জ্যৈষ্ঠ ১৩২৩) । . معر جاه *