পাতা:দিল্লীশ্বরী.djvu/১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6: রজিয়ং সুলতানের অনুরোধ অরণ্যে রোদনে পরিণত হইল। মন্ত্রীর মনে করিলেন, তাহার মতিভ্রংশ হইয়াছে-কন্যার প্রতি অতিরিক্ত শ্ৰেষ্ঠই তাহার এইরূপ অসঙ্গত ইচ্ছার হেতু। যে-রাজ্যে ডাঙ্গায় বাঘ, জলে কুমীর-ঘবে ষড়যন্ত্র, বাক্টিরে বিশ্ব-বিদ্রোঙ্গ,—যেখানে পুরুষোচিত বলবীৰ্য্য ও বিচক্ষণতা না হইলে এক পাও অগ্রসর হইবার যে নাই, সেখানে একজন অবলা কুমুমকোমল নারীর নিৰ্ব্বাচন কি সৰ্ব্বাংশেই প্রহসনের মত হাস্যকর নছে ? ইসলতিমিশের মৃত্যুর পর আমীর-মালিকগণ বিশেষ সত্বরতার সঠিত যুবরাজ রুকনু-উদ্দীন ফিরুজ শাহ কেই সিংহাসনে বসাইলেন এবং বোধ হয়, মনে মনে নিজ জ্ঞান-বুদ্ধির তারিফ করিয়া গৰ্ব্ব করিতে লাগিলেন। কিন্তু হায়, কিছু দিন অতীত হইতে না হইতেই হার নিজ ভ্রম বুঝিতে পারিলেন ; বুঝিলেন, দূরদর্শিতায় স্বৰ্গীয় সুলতানের কাছে র্তাহারা বালকমাত্ৰ ! যুবরাজ রুকন-উদ্দীনের রাজকাৰ্যা দেখিবার অবসর কোথায় ? পিতার বর্তমানে তাহার যে ভোগবিলাসের স্রোত নিরুদ্ধপ্রায় ছিল, তাছা এখন ভীষণ উদাম হইয়া উঠিল ; কোষাগারের দ্বার উন্মুক্ত করিয়া দিয়া তিনি বিলাসের খর স্রোতে অঙ্গ ঢলিয়া দিলেন। নারকীয় কুকুরগণের আর আনদের অবধি ছিল না । সুরাপনে প্রমন্ত সুলতান হস্তিপুষ্ঠে আরোহণ করিয়া সাড়ম্বরে government of the kingdom will not be carried out. After my death it will be seen that uot one of them will be found to be more worthy of the heir-apparentship thau Rhe. my daugher.” Muhaj ud-din : Tabakal-i-Nasiri (tr. by Major H. G. Raverty ), i. 639. o *