পাতা:দিল্লীশ্বরী.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ সিংহাসনপ্রাপ্তি ও রাজ্যশাসন 0. দিনে বৃদ্ধ সম্রাটের শুভ সঙ্কল্প কার্ঘ্যে পরিণত হইল— তুর্কী-প্রধানগণ বুজিয়ৎকে রাজমি" সনে বসাইলেন।* কিন্তু তাহার পূর্বে রাজ্যে যে অমঙ্গল—যে অনৰ্থপাত ঘটিয়া গেল, তাহার প্রতিকার আর কিছুতেই হইবার নছে। বৃদ্ধ সম্রাট হতাশার দীর্ঘশ্বাস ফেলিয়া পরলোকের পথে প্রস্থান করিলে, অত্যাচারে অবিচারে নরহত্যায় বুi"সি" সম কলঙ্কিত এবং প্রগবর্গ বিক্ষুব্ধ হইয়ু উঠিয়াছিল। ক্রুপ্রেকৃতি তুর্কনের রুদ্ররোধ ও ভীষণ ষড়যন্ত্রের কবল হইতে মৃত্মরক্ষা করিয়া সিংগমন লাভ করিতে যে রঞ্জিংকে অসামান্ত বুদ্ধি-চাতুর্য ও সাহসের পরিচয় দিতে হইয়াছিল, তাহাতে সন্দেহ নাই ; কিন্তু সিংহাসন তখন সুখাসন নন্থে-বিঘ্ন বিপদ ও অশান্তির অনলকুণ্ড-বিশেষ । ইহাকে নিরাপ ও পুস্তিময়

  • সিংহাসন-আরোহণকালে বুজিয়ং বালিকা বা কিশোরী ছিলেন ন— প্রাপ্তবয়স্ক। ইয়মস্তিমিশ কল্পাঙ্কে সিংহাসনের উত্তরাধিকারিণী করিবার প্রস্তাব করিলে, তাছার প্রতিবাদে সভাসদগণ সম্রাটু-পুত্রের উপযুক্ত বলিয়৷ অভিমত প্ৰকাশ করেন। জিয়ং সম্রাটের প্রথম সন্তান ; হতরাং তিনি যে বয়সে ভ্রাতাদের অপেক্ষ বড়, তাহান্তে সন্দেহ নাই। সিংহাসনপ্রাপ্তিকালে উহার বয়স যে অনুন ২৫, এরূপ অনুমান অসঙ্গত নহে।