পাতা:দিল্লীশ্বরী.djvu/১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দিল্লীশ্বরী Sર উদ সালার উজীরের পক্ষ পরিত্যাগপূর্বক গোপনে রাজ্ঞীর সহিত যোগদান করিলেন। দিল্লীশ্বরী রঞ্জিয়ৎ একাই এক সহস্ৰ । মুষ্টিমেয় সৈন্ত লইয়া তিনি যে কি অঘটন ঘটাইতে পারেন, শক্রমিত্ৰ সকলেই তাহা প্রত্যক্ষ করিয়াছে। ইহার উপরে একজন নছে, তুষ্ট দুই জন ক্ষমতপন্ন মালিক সদলবলে তাঙ্গার পক্ষাবলম্বন করিয়াছেন । উজীর-পক্ষ হঠাৎ দেখিল, বিপদ অতি ভীষণ এবং আসন্ন। রাজ্ঞীর বলবৃদ্ধির সংবাদ-&াপ্তিমাত্র বিদ্রোঙ্গার বিচ্ছিন্ন হইয়া কে কোনূ দিকে পলায়ন করিবে ভাবিয়া পাইল না। তাহাদের এই ভীতি-বিহ্বল বিশৃঙ্খল অবস্থায় রাষ্ট্রীর অশ্বারোহী সৈন্তের কুতাস্তুের মত তাহদের মধ্যে পড়িয়া তাহীদের বিদ্রোহবাসন নিৰ্ম্মল করিতে লাগিল। স্বয়ং উজার নিজামু-উল-মুদ্ধ সরসূর-বদরের পাৰ্ব্বত্য-প্রদেশে স্বাত্মগোপন করিয়া শির রক্ষা কুরিলেন । বিদ্রোহের বিপুল সমারোহ–বর্শা, বল্লম্ব এবং তলওয়ারের ঘায় এইরূপে অতি অল্প সময়ের মধ্যেই নিঃশেষ হইয়া গেল । উপস্থিত বিপদ হইতে পরিত্রাণ পাইয়া রজিয়ং রা , দন সম্বন্ধে কর্তৃব্য স্থির করিতে লাগিলেন । কিন্তু রাজ্যের অবস্থা তখন অতীব শোচনীয়। সিংহাসনে রাজপরিবর্তনের রোমহর্ষণ অভিনয় চলিয়াছে। দিল্লীর সুলতানগণের কেতই পুত্রপতাদিক্ৰমে রাজত্ব করিয়ী রাজ্যমধ্যে প্রভুত্ব-বিস্তারের সুযোগ পাইতেছেন না প্রাদেশিক শাসনকৰ্ত্তারাও যে দিল্লীর সিংহাসনের মর্য্যাদা রাখিয়া শাসন কার্য নির্বাহ করিবেন–র্তাহীদের মনের গতি এমন নছে ।