পাতা:দিল্লীশ্বরী.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চরিত-কথা জিয়তের রাজত্বকাল দীর্ঘ নহে—মোটে তিন বৎসর, তিন 'মাস, ছয় দিনের। কিন্তু ইহারই মধ্যে যে-সব বাধাবিত্ত্ব ও পরিবর্তনের মধ্য দিয়া তাকে অগ্রসর হইতে ইয়াছে, তাতে ঐতিহাসিক ঘটনার স্থান অল্প ছিল না। কিন্তু সন্ধান হইয়াছে অল্পই ; সন্ধান হয় নাই, এরূপ ঘটনারও আভাস যথেষ্ট পাওয়া গিাছে, শুধু প্রকাশের স্বত্রই খুজিয়া পাওয়া যাইতেছে না। এই সব প্রকাশ পাইলে রঞ্জিয়তের ইতিহাস যে ভারত-ইতিহাসের একটা দিক অপূর্ব রাগে রঞ্জিত করিয়া তুলিবে, তাহাতে অণুমাত্র সন্দেহ নাই। কিন্তু উপস্থিত যাহা পাওয়া গিয়াছে, তাহাও অবহেলার নছে ; রজিয়ং-রাজত্বের বৈশিষ্ট্য, এবং রজিয়ৎ-চরিত্রের বৈচিত্র্য ও বিশালতার পরিচয়, ইহারই মধ্যে নিতি রহিয়াছে। ধ্বংসাবশেষ স্তম্ভের গুরুত্ব এবং শুগের প্রসারত দেখিয়া যেমন ঐশ্বৰ্যময় রাজপুরীর অতীত-গৌরবের উপলব্ধি হয়, কালের করাল হস্তচু্যত দুই চারিটি ছিন্নভিন্ন ঘটনা-সমবায়েও তেমনই রজিয়ংরাজত্বের অপূৰ্ব কাহিনী জীবন্ত হইয় উঠে। এখন হইতে প্রায় সাত শত বৎসর পূর্বে রাস্ত্রী রাজয়ং দিল্লীর রাজসিংহাসন অলঙ্কৃত করিয়াছিলেন। দিল্লীর রাজসিংহাসনে মুসলমান-মহিলার উপবেশন ইহাই প্রথম এবং ইহাই শেষ।