পাতা:দিল্লীশ্বরী.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দিল্লীশ্বরী gby বিদ্রোহের দাবানল নিৰ্ব্বাপিত করিয়া রাজ্যে শাস্তির শীতল ছায় বিস্তার করে, অযথা লোকলজ্জাকে জঞ্জালের মত দূর করিয়া দেয়—সেই নারী বঙ্গ-রঙ্গমঞ্চে অন্তায় অবৈধ প্রেমের ভিখারিণী ! আরও লজ্জার কথা এই, দর্শকের সাড়ম্বরে চটুপটু করতালিধবনিসহকারে ইতিহাসের এই বর্বরেচিত অবমাননা স্বচ্ছন্দচিত্তে উপভোগ করিয়া থাকেন ! রজিয়তের সমস্ত জীবনের মধ্যে শুধু একটি স্থানে একটু প্রতিকুল সমালোচনার অবকাশ আছে, তার জমাল্-উদ্বীনের প্রতি অনুগ্রহ । কাৰ্য্যগঞ্জি কে রাণীর সন্নিহিত হইবার যে-সুযোগ জমাল-উদ্দীনের ছিল, সে-সুযোগ কৰ্ম্মচারিগণের মধ্যে অনেকেরই ছিল না । এই সূত্রেই সে মনিধের অনুগ্রহ লাভ করিয়াছিল । কিন্তু রাণীর অসঙ্কোচ পুরুষোচিত চালচলন, সৰ্ব্বোপরি স্বহস্তে শাসনকাৰ্য্য-পরিচালন, আমীর-মালিকগণের বুদ্ধি, সংস্কার এবং স্বার্থকে বিশেষভাবে ক্ষুঃ করিয়tfছল । এমন কি, পুরুষের রাজত্বকালেও নানা দিকে তাঙ্গদের যে স্বার্থসিদ্ধির পথ ;ছল, সজাগ সতর্ক রাণীর রাজত্বে তাহ নিরুদ্ধ হইয়া গিয়াছিল । এরূপ ক্ষেত্রে ব্লষ্ট আমার-মালিকগণের যে-কোন অজুহাতে রাণীর সৰ্ব্বনাশ-সাধনের চেষ্টা করা স্বাভাবিক। জমল-উদ্দীনের প্রতি রাণীর ফুগ্রহের কথাটাও যে তাদের একটা অজুহাতমাত্র নহে, তাহা কি কেহ জোর কfরয়া বলিতে পারে ? তাহারা তিলকে তাল করি রাজ্য জুড়িয়া অশান্তি উদ্দীপনা করিবার চেষ্টা করিতে গিল । চেষ্টার ফল ফলিয়াছিল সভা কিন্তু