পাতা:দিল্লীশ্বরী.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o O 8) ফুজিয়ং আশায় তিনি অস্তুনিয়ার গলায় বরমাল্য অর্পণ করিলেন, সে আশা তার পূর্ণ হইল না। স্বামী প্রচুর শক্তি সংগ্ৰহ করিয়াও আমীয়-মালিকগণের বিরুদ্ধে অভিযান করিলেন বটে, জয়লাভ করিতে পারিলেন না। পরাজিত হইয়া তাহাদিগকে পলায়ন করিতে হইল; তার পর হিন্দু জমিদারগণের হস্তে ধর পড়িয়া তাহাদিগকে অতি নিঃসহায় অবস্থায় প্রাণ দিতে হয়। কিন্তু কেমন করিয়া তাহারা ধরা পড়িলেন, হিন্দুজমিদারগণ তাহাদিগকে কিরূপ নিষ্ঠুরভাবে নিহত করিলেন, অন্তিম কালে তাহাদের কি বলিবার ছিল, কোন কথা উচ্চারণ করিয়া তাহার চিরবিদায় গ্রহণ করিলেন, আজ তাছার কিছুই জানিবার উপায় নাই, ইতিহাস সে সম্বন্ধে নীরব থাকিয়া বিষাদের একটা মুগভীর রহস্যজল রচনা করিতেছে!