পাতা:দিল্লীশ্বরী.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নূরজহান্‌ כל दांज्ञाडौदन ; (पौरुन्-नदाष्ट्रब्राण ধিয়াস্-উদ্দীন মুহম্মদ পারস্য দেশের একজন সন্ত্রান্ত লোক। রাজা শাহ, তই মাস্পের এলাকা–খোরাসানের শাসনকর্তা ছিলেন। পিতা খাজা মুহম্মদ শরীফের মৃত্যুর পর অবস্থা-বিপৰ্য্যয়ে র্তাহার বড় অর্থকষ্ট উপস্থিত হয়,--রাঞ্জার রাজস্ব বাকী পড়ে ; বিষয়-সম্পত্তি বেহাত হইয়া যায়। এক সময় যিনি দাসদাসী লইয়া পরম সুখে কাল কাটাইয়াছেন, তাহার পক্ষে নিজের দেশে দীনহীনের মত বাস করা বড় কষ্টকর—বড় অপমানের বিষয় বলিয়া বোধ হইল । তখনকার দিনে পারস্য ও মধ্য-এশিয়াকে ইরাণ তুরাণ বলিত। সেই ইরাণ তুরাণ হইতে বহু লোক ব্যবসা-বাণিজ্যের জন্স ভারতে আসিত। ধিয়াস্ তাদের মুখে ভারতের অতুল ঐশ্বৰ্য্য— ধনধান্তের কথা শুনিয়াছিলেন। আর সেখানে গিয়া যে অনেকে অবস্থার উন্নতি করিয়াছে, তাহাও তাছার অবিদিত ছিল না। তিনি ভাগ্যপরীক্ষার জন্ত স্ত্রী, দুই পুত্র ও কন্যা সঙ্গে লইয়। ভারতের পথ ধরিলেন—এক দল ভারতত্ত্বাত্রী পথিকের সঙ্গে । কিন্তু পারস্য হইতে ভারতে আসিবার পথ তখন নিরাপদ