পাতা:দিল্লীশ্বরী.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q

  • 86. -- নূরজহান

মুখের বিষয়, যাত্রীদের দলপতি মালিক মাসুদ দয়ার্ড হইয়া এই শিশুকে বাচাইবার ব্যবস্থা করেন ও তাহার পিতামাতার সহিত পরিচিত হন। ক্রমে ঘনিষ্ঠত বৃদ্ধির সঙ্গে সঙ্গে মামুদ বুঝিতে পারিলেন, ঘিয়াস ও র্তাহার পুত্র সামান্ত লোক নহেন -উপযুক্ত সুযোগ পাইলে তাহারা অচিরকালমধ্যে ধনে-মানে বিশিষ্ট ব্যক্তি বলিয়া গণ্য হইতে পাfরবেন । তিনি র্তাহাদিগকে পরম যত্নে আশ্রয়দান করিলেন –তাহাদের সমস্ত ব্যয়ভার বহন করিয়া সঙ্গে লইয়া আসিলেন। মালিক মাসুদ প্রতি বৎসরই পারস্য হইতে নানাবিধ গণ্য লইয় ভারতে আসিতেন । এবার .তিনি এদেশে আসিয়া শুনিলেন, সম্রাট আকবর ফতেপুর সীকুরীতে। মাসুদ তথায় উপনীত হইয়া, বাদশাহ কে বাছিয়া বাছিয়া অনেক মূল্যবান জিনিস উপঢৌকন দিলেন। আকবর কিন্তু উপহার দেখিয় খুশী হইতে পারিলেন না, মাসুদকে বলিলেন,—‘এবার কোল চিজ ই আমার তেমন মনে ধরছে না।’ মাসুদ উত্তর করিলেন,—“জাহাপনা ! সামান্ত সওদাগর আমরা, কাপড় বেচে খাই, শাহানশাহ, বাদশাহর মনে ধরে, এমন চিজ, আমরা কোথায় পাই বলুন ? তবে এ বৎসর আপনার জন্যে গুটিকয়েক সজীব জঙ্গরৎ এনেছি। এগুলি অমূল্য ; মুেহেরবানী ক’রে রাথলে বুঝতে পারবেন, এমন উপহার ইরাণ তুরাণ থেকে আর কেউ কখনও ভারতে আনেনি।’ • বাদশাহ, খুশী হইয় তাহাকে ঐ সকল অমূল্য উপহার দরবারে