পাতা:দিল্লীশ্বরী.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*६ মিহরউসিা-সম্রাজী নূরজাহাৰু द দশাহ, আকৃবর মিহরকে শের আফ কনের পত্নীরূপে দূরদেশে পাঠাইয়া মনে করিলেন, এবার একটা বড় চাল চালিলেন,—সলীমের হৃদয় হইতে এইবার মিছরের রূপের মোহ ধীরে ধীরে অন্তৰ্হিত হইবে । কিন্তু চালের উপরেও র্যাহার চাল, সেই সৰ্ব্বদর্শী ভাগ্য-বিধাতা আড়ালে বসিয়া যে অলঙ্ঘ্য চাল চালিয়াছিলেন, চতুরচুড়ামণি হইয়াও আকবর তাহার রহস্য বুঝিতে পারিলেন না। বিবাহবন্ধন, আদর্শন, স্থানের দূরত্ব— এই তিন বাধা সলীমের প্রেমকে মন্দীভূত না করিয়া বরং আরও উচ্ছ্বসিত করিয়া তুলিল। ীেবন-স্বল্প সফল করিয়া তুলিবার জন্ম তিনি অনন্তমনে চিন্তার জাল বুলিতে লাগিলেন। পিতার টুকুর পর, ৩৭ বৎসর ৩ মাস বয়সে লীম্‌ জিহাঙ্গীর’—কি না ভুবনবিজয়ী—নাম লইয়া সিংহাসনে বসলেন (অক্টোবর ১৬rs ); কিন্তু নিজ হৃদয় জয় করিতে পারিলেন না । মিছ র—মিহর— এখনও সেই মিছর। নন্দনের কুসুম-সৌন্দর্ঘ্যে তাহার হারেম পরিপূর্ণ, কিন্তু সেখানে সে পারিজাত কই ? বৃথা দিল্লীর সিংহাসন, বৃথা মোগল-সাম্রাজ্যের অতুল ঐশ্বর্ঘ্য, বৃথা তাহার জীবন-ধারণ -যেমন করিয়াই হোক, মিহরকে লাভ করা, চাই।