পাতা:দিল্লীশ্বরী.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

D • ?: 3 নূরজহান অসম্ভব। তিনি অবিলম্বে মিছরের নিকট বিবাহ-প্ৰস্তাব উত্থাপন করিলেন । কিন্তু মাতুয ভাবে এক, হয় আর এক,-মিহ র পদদলিত ফণিনীর ন্যায় গজ্জিয় উঠিয়া বলিলেন,-“আমি বিচার চাই । ঘে-ব্যক্তি আমার স্বামি-হত্যার কারণ, তাছার উপযুক্ত বিচার আমি সম্রাটের নিকট প্রার্থনা করি।” সত্য বটে, প্রথম যৌবনে মিহরের হৃদয়ে শাহ জাদ সলীমের প্রতি প্রেমসঞ্চার হইয়াছিল এবং যুবরাজও তাহাকে ভালবাসিয়াছিলেন ; কিন্তু প্রথম যৌবনের সে সুখস্বপ্ন ভাঙিলে মিছর স্বামীকে সত্য সত্যই প্রেমের অর্ঘ্য প্রদান করিয়াছিলেন বলিয়া মনে হয় ; তাই তিনি তাহার শোকে মুহমান হন। যে স্বামি" iঃচর্যে এত দিন মিহ র সুখে কাল কাটাইয়াছেন—যে বিবাহের ফলে আজ তিনি মাতৃত্বের অধিকার লাভ করিয়াছেন, সেই স্বামীর কথাই তখন র্তাহার হৃদয়ে বেশী করিয়া উদিত হইল। তাহার স্বামী যদি কোন রোগে দেহত্যাগ করিতেন, তাহা হলেও বিধাতার অব্যর্থ বিধান বলিয়া তিনি এই শোকভার বহন করিয়া ধীরে ধীরে প্রকৃতিস্থ হইতে পারিতেন ; কিন্তু কি ভাবে, কি কারণে র্তাহার স্বামীর অকালে জীবনান্ত হইল, তাহা তিনি সকলই বুঝতে ও জানিতে পারিয়াছেন। এরূপ অবস্থায়,স্ত্রীলোক যাহা করিতে পারে,-করিয়া থাকে, তিনি তাহাই করিলেন ;— সম্রাটের নিকট স্বামি-হত্যার বিচার প্রার্থনা করিলেন। * এই অপ্রত্যাশিত ব্যবহারে জহাঙ্গীরের মনে একটা দারুণ 發