পাতা:দিল্লীশ্বরী.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(ئي মু44হানের রাজনীতিx ; শাহ,স্থানের সহিত সজা রজহাকে নিবা করিবার পর যতই দিন যাইতে লাগিল, জগঙ্গীর ততই রাজ্ঞীর বশীভূত হয়। পড়তে লাগিলেন। শয়নে স্বপনে জাগরণে নূরুজহান্‌ না হলে তাঙ্গর চলিবার উপায় নাই । রাজকাৰ্য্যে মণ দিবার অবসর তাঙ্গার অতি অল্প। কিন্তু মরুসন্দিনী নূরজগন্‌ শুধু প্রেমের বস্তুতন্ত্ৰীন কল্পনারাজ্যে বচরণ করি ণব জন্যই সম্রাটুকে বরমাল্য অর্পণ করেন নাই । তিনি সম্রাট কে কৰ্ম্মবিমূখ দেখিয়া, তাহার কৰ্ম্মভার ধীরে ধারে নিজের স্বন্ধে গ্রহণ করিতে লাগিলেন। দয়াও অবসর পাইলে--"বাগ্যক্রস্তে রাজ্যভার অর্পণ করিতে পারিলে— স্বস্তির নিশ্বাস ছড়িতে পারেন। একে একে সমস্ত দায়িত্ব-ভারই পত্নীর হাতে তুলিব দিয়া অবশেষে তিনি নিশ্চিন্ত হইলেন । ইহা শুধু রূপজ মোহের কার্য লঙ্গে—গুণের প্রতিও সম্মান । জহাঙ্গার নূরজহানের রূপে মুগ্ধ ছিলেন, এ কথা কহই অস্বীকার ফরিবেন না ; কিন্তু রূপ যত বড়ই হোক না কন, সে বেশী দিন মানুষকে

  • Gladwin's Reign of Jahangir, pp. 57-60, 62; Iqbajnana

so i-Jahangiri (Pers, text, pp. 194-96; Wm, Irvine's Life of Aurangzeb, hidian Antiquary, 1911, p. 69.