পাতা:দিল্লীশ্বরী.djvu/৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6 @ፃ नूंचिशम् শাহজাদা শাহ জহা দিন দিন যেরূপ পরাক্রমশালী হইয়া উঠতেছেন, রাজপুতদিগকে পরাজিত করিয়া এবং দক্ষিণাত্যে বিদ্রোহ দমন করিয়া যে ক্ষমতার পরিচয় দিয়াছেন, তাহাতে সম্রাটের মৃত্যুর পর এই বিস্তৃত সাম্রাজ্য যে র্তাহারই হইবে, ইহা নূরজা স্পষ্টই বুঝতে পারলেন। শাহ জহান্‌ সিংহাসন লাভ করিলে নূরুজহানের সমস্ত ক্ষমতা নিমেষে অন্তৰ্হিত হইবে। এখন হইতেই সাবধান হইয় আত্মপ্রতাপ অক্ষুণ্ণ রাখিবার চেষ্ট না করিলে ভবিস্তুতে তিনি কোথায় তলাইয়া যাইবেন, তাহার ঠিক-ঠিকানা নাই। তাই তাহং সৰ্ব্বাগ্রে কর্তব্য হইল-শাহ জহানের ক্ষমতা লোপ কর । এই উদ্ধেশু-সিদ্ধির জন্ত তিনি নানা উপায়উদ্ভাবনে তৎপর হইলেন। শাহ জহাকে খৰ্ব্ব করিতে হইলে রাজসিংহাসন করায়ত্ত রাধা, তাধর রাজশক্তি নির্মূল কর আস্তেক। কিন্তু একটা উপযুক্ত অবলম্বন না হইলে ত তাহ হইতে পারে না। অবলম্বন যে র্তাহার একেবারে নাই, তাহা নহে ; কিন্তু সেটা নিতান্তই - ক্ষীণ হলেও নিজের ক্ষমতার উপর নুরুজস্থানের অপরিসীম বিশ্বাস ছিল ; সুতরাং উহা লইয়াই তিনি কার্যাক্ষেত্রে অবতীর্ণ হইলেন। এই অবলম্বন আর কেছ নয়—সম্রাটের কনিষ্ঠ পুত্র শহরিয়ার। কিছু দিন পূর্ক্সে ( ১৬২১ খ্ৰীষ্টাব্দের প্রারম্ভে) শাহজাদার সহিত e * ১৬১৬ খ্ৰীঃন্ধে খুমের দক্ষিণাত্য অভিযানকালে বাদশাহ, জহাঙ্গীর পুত্রকে ‘শাহ উপাধিতে ভূষিত করেন। বাদশ রাজাঙ্কে ( ১৬১৭) পাই, স্বলতা খুন্থ সম্রাটের নিকট ইতে পাংলহান উপাধি লাভ করুন।