পাতা:দিল্লীশ্বরী.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- 證 - ჯa ও গাঙ্কোরে শাহ জানের যে-সব জাগীর আছে, তায় শংরিাকে (767ਂ : *ार्बट ईक्ष ल/āल ४ई १/** शृश२ জীর দক্ষিণাত্য, মালব ও গুজরাট হইতে লক্টতে পরিবে । সে যখন সম্রাটের বিরুদ্ধাচারী, তখন তাণকে যতই দূরে রাখা যায়, ততই মঙ্গল | সম্রাট এই সকল কথা খুব যুক্তিযুক্ত বলিয়া বুঝিযেন। নূরজগন্‌ যে স্বর্থপ্রণাদিত না হুইয়া, সম্রাটের মঙ্গলের জন্তই এই প্রস্তাব করিতেছেন, জগন্ধীরের মনে এ ধারণা বদ্ধমূল হইল। তিনি স্তায়বানু উপযুক্ত পুত্রের স্নেহপাশ ছিন্ন করিয়া প্রিয়তম মহিষীর পরামর্শেরই অনুসরণ করিয়া চলিলেন । যথাসময়ে শাহ জহান্‌কে আগ্রা, আজমীর এবং লাহোরের জার্থীর হস্তান্তর করিবার কথা জানান হইল। আর তাহার কন্যাহার-অভিযানের আদেশ নাকচ করিয়া বলিয় দেওয়া হইণ, সঙ্গে যে-সব সৈন্তস্যমন্ত আছে, তাহ দরবারে পাঠাইয়া দিয সে যেন দক্ষিণাত্যে চলিয়া যায়। ব্যাপার কিন্তু ইহার পূৰ্ব্বেই অত্যন্ত জটিল হইয়া উঠিয়াছে। নূরুজহা ও পিতার অভিসন্ধি যখন শাহ জহান্‌ ঘুৰ্ণাক্ষরেও জানিতে পারেন নাই, তখন তিনি আগ্রার দক্ষিণে অবস্থিত ঢোলপুর নিজের জাগীয়ভুক্ত করিয়া লইবার জন্ত পিতার অনুমতি গ্রার্থনা করেন, আর পিতা যে তাহার এ অন্তরোধ রক্ষা করিবেন, ইহা নিশ্চিত জানিয়া সম্রাটের অমুমতি পাইবার পূৰ্ব্বেই স্বীয় প্রতিনিধি দরিয়া খাঁর সহিত কয়েক জন লোক ঢোলপুরে পাঠাষ্ট্ৰয় দেন। এদিকে শস্থ রিয়ারের পক্ষের