পাতা:দিল্লীশ্বরী.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

E মন্থাবৎ খাৱ বিদ্রোহ ; সম্রাটের মুক্তি রজহা শাহ জাকে অনেকটা আয়ত্ত করিতে পারলেও র্তাহার আত্মপ্রতিষ্ঠ সম্পূর্ণ হয় নাই। এক দিকের চিন্তা দূরীভূক্ত ইয়াছিল সত্য, কিন্তু আর এক দিকের চিন্তা পুঞ্জীভূত হীরা উঠিল। এই চিন্তার কারণ–সেনাপতি মঙ্গাবৎ খাঁ । সম্রাটের আদেশে তিনি বাংলায় গিয়াছিলেন। এখানে তিনি জমিদারদের উপর নানা রকম অত্যাচার-উৎপীড়ন করিয়া জাগীর প্রভৃতি হইতে রাজস্ব আদায় করিতেন। তাহার জোর-জবরদস্তির ফলে যখন দেশের চারি দক্ হইতে আৰ্ত্তনাদ প্রবল হতে প্রবলতর হইবা উঠিল, তখন সে সংবাদ সম্রাটের অগোচর রহিল ল । ইতিপূৰ্ব্বে মহাবৎ খাঁ বাদশাহ র ধিনী অনুমতিতে কস্তার বিবাহ দিরা তাহার বিরাগভাজন হুয়াছিলেন ; তাহার পর বাংলায় তিনি যে-সব হাতী-ঘোড় সংগ্ৰহ করিয়াছিলেন,তাহ রাজসরকারে পাশন লাই। এক্ষণে আবার এই প্রজাপীড়ন । সম্রাট, কুষ্ট হইয়া অবিলম্বে মহাবৎকে দরবারে হাজির হইবার আদেশ করিলেন। মহাবতের সহিত আসিফ খাঁর পূর্ব হইতেই মনোমালিন্ত ছিল। আগফ, নুরজানের ভ্রাত, ‘লাহোরের স্ববাদার—সম্রাটের বকিস্’ &