পাতা:দিল্লীশ্বরী.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ৬৯ নূরজহান নূরজহান যে সম্রাটের মুক্তির জন্য বিশেষ চেষ্টা করিবেন, তাহ মহাবৎ পূৰ্ব্বেই বুঝিতে পারিয়াছিলেন, তিনি পারাপারের সেতুটি পুড়াইয় বিপক্ষের বিপদের পথ প্রশস্ত করিয়া রাখিলেন । ১০ই মার্চ (১৬২৬) প্রাতে আসঙ্ক ও অন্যান্ত সেনাসামন্ত নদী পার হইবার চেষ্টা করিতে লাগিলেন । বাদশাহী-সৈন্তের প্রধান ভাগের পরিচালন-ভার বিশিষ্ট্র বিশিষ্ট ব্যক্তি—আসফ, অন্যান্য উমার, এবং স্বয়ং নূরজহান্‌—গ্রহণ করিলেন । ইহার শক্রর সর্বপ্রধান দলের বিরুদ্ধে অগ্রসর হইলেন। হাটিয়া নদী পার হইবার জন্য নৌ-বিভাগের অধ্যক্ষ ঘাঞ্জী বেগ একটা স্থান নির্দেশ করিয়াছিলেন ; কিন্তু এই স্থানে নদীগর্ভ অত্যন্ত বিপজ্জনক, তাহার কোথাও কোথাও ভুব-জল । অপরাপর সেনাপতির এখান হইতে আরও ভাটিতে দুরে ঘুরে গিয়া নদী পার হইতে লাগিলেন । এই কারণে বাদশাহী-সৈন্ত একসঙ্গে শৃঙ্খলার সহিত শক্রয় সম্মুখীন হইতে পারিল না, অনেকে আবার জলে ভিজিয়া অকৰ্ম্মণ্য অবস্থায় পরপারে পোfছল । অপর পারে মহাবতের সৈন্তগণ সশস্ত্র, শ্রেণিবদ্ধভাবে হস্তিপৃষ্ঠ অবস্থান করিতেছে। আক্রমণকারী বাদশাহী-সৈন্ত নিম্নভূমি হইতে তাহাদের কিছুই করিতে পারিল না । 鬱 দেখিতে দেখিতে মহাবতের গজারোহী সেনাদল মহাবিক্রমে অগ্রসর হইয়া নুবুজস্থানের সেনাদলকে আক্রমণ করিল। এ আক্রমণ প্রতিরোধ করিবার ప్తిప్రి ছিল না ; তাহাদের