পাতা:দিল্লীশ্বরী.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{. th দিল্লীশ্বরী qe 1. কতক মরিল, কতক ছত্রভঙ্গ হইয়া ইতস্তত: পলায়ন করিল। মহাবতের রাজপুত-সৈন্তের। তখন চারি দিক্ হইতে বেগমের হাতী ঘেরাও করিয়াছে। নূরজহানের হাওদায় তাহার জামাতা শহ রিয়ারের শিশুকন্যা ছিল । এই সময় শিশুর ধাত্রীর হস্তে তাঁর আসিয়া বিধিল । নূরুজহান্‌ স্বয়ং তাঁহা টানিয়া বাহির করিয়া দিলেন—তাহার বস্ত্র রক্তে লাল হইয়া উঠিল । কিন্তু ইহাতেও তিনি ভাত হন নাই। র্তাহার হাতীর সম্মুখে চারি জন খোজা পদাতিক ছিল, তাহারা প্রাণপণে যুঝিয়া শক্রর হাতে নিহত হইল। এই সময় হাতীর গুড়ে তলওয়ারের দুইটি ঘা পড়িলে হাতী মুখ ফিরাইয়া দাড়ায় ; শত্রুরা তাহার পশ্চাদ্ভাগে তৎক্ষণাৎ দুই-তিনটি বর্ষার আঘাত করে । মাহুত বেগতিক দেখিয়া তখন হাতী সহ নূরুজহান্‌কে লইয়া পলাইতে উষ্ঠত হয়! অবশেষে অতিকষ্টে হাতীকে নদী পার করাইয়া নূরুজহানের প্রাণ রক্ষা করা হয় বটে, কিন্তু যুদ্ধে তাহার সম্পূর্ণ পরাজয় ঘটিল ॥৫ মহাবতের সঙ্গে নুরজহানের যুদ্ধ করার উদেশু—সম্রাটের উদ্ধারসাধন । যুদ্ধে যখন তাহ হইল না, হইবার সম্ভাবনাও নাই, তখন যুদ্ধের দিক্ দিয়া সম্রাটের উদ্ধারসাধনের ইচ্ছা তাঙ্গকে পরিত্যাগ করিতে হইল । তিনি দীনভাবে আত্মসমপণ করিয়া

  • ‘ইকবাল নামা'-রচয়িত নৰাৰ মুতমদ খাঁ ( অপর নাম নবাব মুহম্মদ ও মুহম্মদ শরীক্ষ ) এই যুদ্ধে বেগমের তরফে ছিলেন । উাহারই রচনার সাহায্যে এই অধ্যারটি লিখিত ।