পাতা:দিল্লীশ্বরী.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

عي জহাঙ্গীরের মৃত্যু : স্বামি-বিয়োগ হাঙ্গীর বাদশাহ মহাবতের হাত হইতে অব্যাহতি পাইলেন বটে, কিন্তু স্বাস্থ্য ফিরিয়া পাইলেন না। বয়স অধিক ইয়াছিল, তাহার উপর উদ্বেগ, অশান্তি, আবার উপর্যুপরি দুইটি পুত্ৰশোক,—খসরু ও পরবেজের মৃত্যু—র্তাহাকে একেবারে শয্যাশায়ী করিয়া ফেলিক্ষ। তিনি আর সামলাইয়া উঠিতে পারিলেন ন। লাহোরে ফিরিবার মুখে ৫৮ বৎসর ( সৌর ) বয়সে, কাশ্মীরের রাজাওর প্রদেশের নিকট র্তাহার মৃত্যু হইল (২৮ অক্টোবর ১৬২৭ )। জামাত শাহ জহা যাহাতে সিংহাসন পান, আসফ খাঁ তাহার জন্য তলে তলে চেষ্টা করিতেছিলেন। এখন সুযোগ বুবিয়া অবিলম্বে শাহ জহানের নিকট সম্রাটের মৃত্যু-সংবাদ পাঠাইলেন। এদিকে জামাতার সিংহাসন-প্রাপ্তির পথে পাছে কোন কণ্টক উপস্থিত হয়, এজন্ত নুরুজহান্‌ও সতর্ক ছিলেন। তাই তাঁহারই পরামর্শে কুমার খসরুর পুত্র বুলাকীকে (দওয়ার বখশ,) শহরিয়ার নিজের তত্ত্বাবধানে রাখতেন। শহরিয়ার তথন লাহোরে। বুলাকীর উপর নজর রাখিবার ভার ছিল—ইরাদৎ খাঁর উপরে। স্বচভুবু আলফ খাইরাং থাকে ফেসলাইয়া হাত করিলেন, আর