পাতা:দিল্লীশ্বরী.djvu/৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রজিয়ং ری প্রভুত্ব স্বীকার করিতে রাজি নয়। সুযোগ সুবিধা পাইলে তাহাদের যে-কেহ যে-কোন মুহূৰ্ত্তে তলুওয়ারের ঘায় রাজার মাথা উড়াইয়া দিয়া, রাজছত্র টানিয়া লইয়া, রাজসিংহাসন জুড়িয়া বসে। এক কথায়, বিপ্লব ও বিদ্রোহ, অশাস্তি ও অত্যাচারের তাগুবনৃত্যে রাজতন্তু তখন সৰ্ব্বদাই টল্টলায়মান। কিন্তু চিস্তাকুল বৃদ্ধ বহুদশী সুলতান মাঝে মাঝে অবাকৃ হইয় দেখেন, প্রাণাধিক স্নেহের পুন্তলা রজিয়ৎ* কন্যা বটে, কিন্তু , পুত্রাধিক। কোন স্বৰ্গীয় প্রতিভার অধিকারিণী হইয়া সে র্তাহার ঘর আলো করিতে আসিয়াছে, কে বলিবে ? যে বিচার-বুদ্ধি প্রবীণের নাই, যে ধৈর্য্য ও দৃঢ়ত বীরের মধ্যে নাই, তাহা তাহার এই ক্ষেত্রপিণী কন্যায় আছে—প্রচুর পরিমাণে । আচারেব্যবহারে, কথা-কার্গে প্রতি দিন তাহ ফুটিয়া বাহির হইতেছে। মুলতান ইয়লতিমিশ তাহার উপর গুরুতর কার্য্যের ভার অর্পণ করিয়া দেখিয়াছেন, সে ভার সে অবলীলাক্রমে বহন করিয়াছে। রজিয়তের প্রতিভাদীপ্ত অনিদ্যমুন্দর মুখের দিকে চাহিয় তাহার বিস্ময়ের অন্ত নাই। রজিয়ৎ—র্তাহারই মেহের পুত্তলী রজিয়ৎ— কুসুম হইতেও কোমল, আবার বুঝি বজ্ৰ হইতেও কঠোর । তাহাকে সিংহাসনে বসাইতে আপত্তি কি ? স্বলতান তাহার সঙ্কল্প অবশেষে এক দিন স্থির করিয়া ফেলিলেন, S DBBB SBDS B BBDS DBBS BDD DDDBBB SBBBBBS নামে বঙ্গসাহিত্যে পরিচিত ।