পাতা:দিল্লীশ্বরী.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\o গুণগরিম তিহাসিকের মুক্তকণ্ঠে বলিয়াছেন, জহাঙ্গীরের রাজত্বের শেষ ভাগকে নূরুজ্ঞানের রাজত্বকাল বলিলেও অত্যুক্তি হয় না। সম্রাটু নিজেই বলতেন, নুরজাকে আমি তীক্ষুবুদ্ধিশালিনী ও সৰ্ব্বাংশে উপযুক্ত জানিয়াই রাজ্য-শাসনের সমস্ত ভার দিয়াছি। আমি শুধু একটু মদ ও কিছু মাংস পাইলেই খুশী। যাহারা বলেন, নূরজা সম্রাঙ্গী হইয়া শুধু সৌনর্ঘ্যের বলেই জগঙ্গারকে ভেড়া বানাইয়া’ রাখিয়াছিলেন, তাছার ভুল করেন। রূপের মোহ একদিন না একদিন কাটিয়া যায়—চিরস্থায়ী হয় না । তীক্ষুবুদ্ধি ও চরিত্র-বলই নূরজহানের আধিপত্যের প্রধান কারণ। সেই জন্য বেভরিজ লিখিয়াছেন,—“আকরর যদি মিহর-উগ্লিসার সতি সলীমের বিবাহ দিয়া যাইতেন ত বড় ভাল হইত।’ (Eng', of Islam—*l)jahangir"). Efst FFTA EFjśšUK NCTY নেশায় পাইয়া বসিত না। জীবন মুনিয়ন্ত্রিত এবং রাজ্য সুশাসিত রাখিয়া তিনি ইতিহাসে বিখ্যাত হইতে পারিতেন । জহাঙ্গীরের নামোল্লেখ হইত—একমাত্র সম্রাটের কল্যাণকামনায় সাধারণ প্রার্থনা—“খুৎবায়’। এ ছাড়া রাজ্যের যাবতীয় কার্য্যেই নূরজছানের নাম বিজড়িত—তিনিই সব দেখিতেন