পাতা:দিল্লীশ্বরী.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

र्निघ्नौश्वघ्नौ {y শুনিতেন। এক কথায় তখন সম্রাটু, সিংহাসন, সাম্রাজ্য—মবঙ্গ নূরজছানের করতলগত, জহাঙ্গীর নামে মাত্র সম্রাট। সম্রাটের পরিবর্কে নূরজহান্‌ নিজে প্রতি দিন প্রাতঃকালে পর্দার অন্তরালে থাকিয় করে। কা'তে ( দর্শনের জানাল ) বসিতেন । তঃাকে না দেধিয়াই প্রজবুদ রাজদর্শনের সৌভাগাল ভ হইল বলির মনে করিত। এই সময়ে সম্রাস্ত রাজকৰ্ম্মচারীর রাজকাৰ্য্য-সম্বন্ধে তাহার আদেশ প্রার্থনা করিতেন । সে সময়কার অনেক ফৰ্ম্মাণে রাজমোহরের পাশে নুরজঙ্গনের নামের ছাপ থাকিত। এমন কি, রাজমুদ্রাতেও তাহার নাম এই ভাবে স্থান পাইত :– ব-কক্মে-শাহ, জহাঙ্গীর ইয়াঙ্ক,ৎ সদ্ব জেউল্লর বনামে-নুবুজহান্‌ পাদশাহ, বেগম্ভ । অর্থাৎ,—সম্রাটু জহাঙ্গীরের হুকুমে সম্রাজ্ঞী মুরজশনের নাম সংযুক্ত হওয়ায়, মুদ্রার গৌরব শতগুণ বৃদ্ধি পাইল । স্ত্রীলোককে জমি দাম কfরতে হইলে দান-পত্রে নু চীনের মোহর না থাকিলে চলিত না । মেয়েদের দানখয়রাৎ করিবার জন্য একটা বিভাগ ছিল । নুরজছানের ধাত্রী দাই দিলা প্লাম্ তাহারই অনুগ্রহে ঐ বিভাগের কত্ৰীপদ—‘সদর-ই-মনস্’ পাইয়াছিলেন । y প্রজার যে নূরজহান্‌কে অত্যন্ত সম্মানের চক্ষে দেখিত, তাহা বলাই বাহুল্য । তিনি দীনের জননী ছিলেন । র্তাহীর অতুগ্রহভিখারী হইলে কাহাকেও রিক্তহস্তে ফিরিতে হইত না। নূরজহান্‌