পাতা:দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০৪
দুর্গেশনন্দিনী

কৌতুহলপ্রযুক্ত দ্বারমধ্যস্থ এক ক্ষুদ্ররন্ধ্র হইতে গােপনে তিলােত্তমার ও রাজকুমারের ভাব দেখিতে লাগিলেন। যাহার যে স্বভাব! এ সময়েও বিমলার কৌতূহল! যাহা দেখিলেন, তাহাতে কিছু বিস্মিত হইলেন।

 তিলােত্তমা পালঙ্কে বসিয়া আছেন, জগৎসিংহ নিকটে দাঁড়াইয়া নীরবে তাঁহার মুখমণ্ডল নিরীক্ষণ করিতেছেন। তিলােত্তমা রােদন করিতেছেন, জগৎসিংহও চক্ষু মুছিতেছেন।

 বিমলা ভাবিলেন, “এ বুঝি বিদায়ের রােদন।”