পাতা:দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

☽8Ꮤ% দুৰ্গেশনন্দিনী । কি তোমার বিমাতা সকলকেই চিনিতে ? যোধপুরসস্তৃত৷ উৰ্ম্মিল। দেবীকে তোমার স্মরণ হইবে ? উৰ্ম্মিলার গুণ তোমার নিকট কত পরিচয় দিব ? তিনি আমাকে সহচারিণী দাসী বলিয়া জানিতেন না ; আমাকে প্রাণাধিক সহোদর ভগিনীর ন্যার জানিতেন। তিনি আৰাকে সমূত্নে নানা বিদ্য। শিখাইবার পদবীতে আরূঢ় করিয়া দিলেন । তাহারই অনুকম্পায় শিল্পকাৰ্য্যাদি শিপিলাম । তাহারই মনোরঞ্জনার্থে নৃত্যগীত শিথিলাম। তিনি আমাকে স্বয়ং লেপ পড়া শিখাইলেন। এই যে কক্ষেরসম্বদ্ধ পঞ্জী তোমার নিকট পঠাইতে সক্ষম হইতেছি, ইহ কেবল তোমার বিমাত উৰ্ম্মিল দেবীর অনুকম্পায়। . সখী উৰ্ম্মিল্লার কৃপার হার ও গুরুতর লাভ হইল। তিনি নিজ প্রতিচক্ষে আমাকে যেমন দেখিতেন, মহারাজের নিকট সেইরূপ পরিচয় দিতেন। আমার সংগীতাদিতে কিঞ্চিৎ ক্ষমতা জন্মিয়াছিল ; তদশনশ্রবণেও মহারাজের প্রতি জন্মিত। যে কারণেই হউক, মহারাজ, মানসিংহ আমাকে নিদ্ধ পরিবারস্থার স্তার ভাবিতেন। তিনি মাযার পিতাকে ভক্তি কুরিতেন ; পিত। সব্বদা আমার সহিত সাক্ষাৎ করিয়া অসিতেন । - উৰ্ম্মিল দেবীর নিকট আমি সৰ্ব্বাংশে মুখী ছিলাম। কেবল এক মাত্র পরিতাপ যে, যাহার জন্ত ধৰ্ম্ম ভিন্ন সৰ্ব্বত্যাগী হইতে প্রস্তুত ছিলাম, তাঙ্গর দর্শন পাইতাম না। তিনিই কি আমুকে বিস্তুত হইয়াছিলেন ? তাহা নহে। যুবরাজ ! আশ মানি নামী পরিচারিকাকে কি আপনার স্মরণ হয় ? হইতেও পারে। আশযানির সহিত আমার বিশেষ সম্প্রীতি বলৈ আমি তুহকে গ্ৰন্থর সবাদ আনিতে পাঠাইলাম তোহার। সুকুসন্ধান করিরা তাহাকে আমার সংবাদ দিয়া আসিল। প্রঞ্জনি