পাতা:দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
দাসী চরণে
২০৩

ঢালিতেছ? কে তুমি, যে সকল রাখিয়া তোমার পূর্ণলাবণ্য দেহ প্রতি কতল খাঁ ঘন ঘন সতৃষ্ণ দৃষ্টিপাত করিতেছে? কে তুমি অব্যর্থ কটাক্ষে কতল খাঁর হৃদয় ভেদ করিতেছ? ও মধুর কটাক্ষ চিনি! তুমি বিমল। অত সুরা ঢালিতেছ কেন? ঢাল, ঢাল, আরও ঢাল, বসন-মধ্যে ছুরিক: আছে ত? আছে বই কি। তবে অত হাসিতেছ কিরূপে? কতল খাঁ। তোমার মুখপানে চাহিতেছে। ও কি? কটাক্ষ! ও কি, আবার কি? ঐ দেখ, সুরাস্বাদ-প্রমত্ত সবনকে ক্ষিপ্ত করিলে। এই কৌশলেই বুঝি সকলকে বঞ্ছিত করিয়া কতল খাঁ প্রেয়সী হইয়া বসিয়াছ? না হলে কন, হাসি, যে অঙ্গভঙ্গী, সে সরস-কথারহস্য, যে কটাক্ষ! আবার সরাব! কতল খাঁ, সাবধান! কতল খাঁ কি করিবে! বে চাহনি। চাহিয়া বিমলা: সুরাপাত্র দিতেছে! ও কি ধ্বনি? এ কে গায়? এ কি মানুষের গান, ন, সুররমণী গায়? বিমলা গায়িকাদিগের সহিত গায়িতেছে। কি সুর: কি ধবনি? কি লয়! কতল খাঁ এ কি? মন কোথায় তোমার, কি দেখিতেছ? সমে সমে হাসিয়া কটাক্ষ করিতেছে; ছুরির অধিক তোমার হৃদয়ে বসাইতেছে, তাহাই দেখিতেছ? অমনি কটাক্ষে প্রাণ হরণ করে, আবার সঙ্গীতের সন্ধি-সমৃদ্ধ কটাক্ষ! আরও দেখিয়াছ, কটাক্ষের সঙ্গে আবার অল্প মস্তক-দোলন? দেখিয়াছ, সঙ্গে সঙ্গে কেমন কণাভরণ দুলিতেছে? হাঁ। আবার সুরা ঢাল, দে মদ দে, এ কি! এ কি: বিমলা উঠিয়া নাচিতেছে। কি সুন্দর। কিবা ভঙ্গী? দে মদ! কি অঙ্গ! কি গঠন! কতলু খাঁ! জাহাপনা! স্থির হও! স্থির! উঃ: কতলুর শরীরে অগ্নি জ্বলিতে লাগিল। পিয়ালা! আহা! দে পিয়াল! মেরি পিয়ারি। আবার কি? এর উপর হাবি, এর উপর কটাক্ষ? সরাব! দে সরাব।