পাতা:দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

go প্রতিযোগিতা ૨૪છે জগৎসিংহ ওস্মানের নিকট ক্ষুণ্ণমনে বিদার লইয়। খাজা हेगात्र নিকট বিদায় লইতে গেলেন। তথা চক্টতে আয়েষার নিকট বিদায় লঙ্গবার অভিপ্রায়ে চলিলেন। একজন • অন্তঃপুর-রক্ষী-দ্বারা আয়েষার নিকট সংবাদ পাঠাইলেন, আর রক্ষীকে কঙ্কিম দিলেন যে, বলিও, নবাব * সাহেবের লোকান্তর-পরে আর তাহার সঠিত সাক্ষাং হয় নাই। এক্ষণে . আমি পাটনায় চলিলাম, পুনৰ্ব্বার সাক্ষাতের সম্ভাবন। অতি বিরল ; } অতএব তাঙ্গকে অভিবাদন করিয়া ধাইতে চাঠি । e পোজ কিয়ৎক্ষণ পরে প্রত্যাগমন করি। কঠিল, “নব:বপুলী বলিয়৷ পাঠাইলেন যে, তিনি সবরাজের সঙ্গিত সাক্ষাং করিলেন না ; অপরাধ মাৰ্জ্জন করিবেন।” রাজপুত্র সম্বৰ্ধিত বিষাদে আত্মশিবিরাভিমূখ হইলেন । দুর্গদ্বারেদেপিলেন, ওস্মান তাহার প্রতীক্ষা করিতেছেন। " 寧 রাজপুত্র ওসমানকে দেপিয় পুনরপি অভিবাদন করির চরি৷ স্থান, ওস্মান পশ্চাৎ পশ্চাৎ চলিলেন : রাজপুত্র কঠিলেন, “সেনাপতি মহাশয, আপনার যদি কোন আজ্ঞ থাকে, প্রকাশ করুন, আমি প্রতিপালুন করি কৃতাৰ্থ ইষ্ট।” - প্ৰদান কহিলেন, “আপনার সক্তি কোন বিশেষ কথা আছে, এত সহচর সাক্ষাৎ তাঙ্গ বলিতে পারিব না, সহচরদিগকে অগ্রসর হইতে অনুমতি করুন, একাকী আমার সঙ্গে স্বামুন " " e রাজপুত্ৰ বিনা সঙ্কোচে সহচরগণকে অগ্রসর হইতে বলিয়া দিয়; এক অশ্বারোঙ্গণে পাঠানের সঙ্গে সঙ্গে চলিলেন ; ওস্মানও অশ্ব আনাইয়া আরোহণ করিলেন। কিয়দূর গমন করিয়া, ওস্থান রাজপুত্রসঙ্গে এক নিবিড় শালবনমধ্যে প্রবেশ করিলেন। বনের মধ্যস্থলে এক ভগ্ন