পাতা:দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২০
দুর্গেশনন্দিনী

 “মহারাজ! রাজপ্রসাদ হইলে, এ দাস পঞ্চ-সহস্র-সহায়ে কতলু খাঁকে সুবর্ণরেখা-পারে রাখিয়া আইসে।”

 রাজা মানসিংহ অবাক্ হইবেন। সেনাপতিগণ কানাকানি করিতে লাগিলেন। ক্ষণেক পারে রাজা কহিলন,—“পূত্ত্র! আমি জানি যে, তুমি রাজপুতকূলের গরিমা; কিন্তু তুমি অন্যায় সাহস করিতেছ।”

 জগৎসিংহ বদ্ধাঞ্জলি হইয়া কহিলেন,—“যদি প্রতিজ্ঞাপালন না করি। বাদসাহের সেনাবল অপচয় করি, তবে রাজদণ্ডে দণ্ডনীয় হইব।”

 রাজা মানসিংহ কিয়ৎক্ষণ চিন্তা করিয়া কহিলেন, “আমি তোমার রাজপুতকূলধর্ম্ম-প্রতিপালনের ব্যাঘাত করিব না; তুমিই এ কার্যে যাত্রা কর।”

 এই বলিয়া রাজকুমারকে বাষ্পাকুললোচনে গাঢ় আলিঙ্গন করিয়া বিদায় করিলেন। সেনাপতিগণ স্ব স্ব শিবিরে গেলেন।