পাতা:দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

অষ্টম পরিচ্ছেদ

বিমলার মন্ত্রণা

 বিমলা অভিরাম স্বামীর কূটীর-মধ্যে দণ্ডায়মান আছেন। অভিরাম স্বামী ভূমির উপর যোগাসনে বসিয়াছেন। জগৎসিংহের সহিত যেপ্রকারে বিমলা ও তিলোত্তমার সাক্ষাৎ হইয়াছিল, বিমলা তাহা আদ্যোপান্ত অভিরাম স্বামীর নিকট বর্ণন করিতেছিলেন; বর্ণনা সমাপ্ত করিয়া কহিলেন, “আজ চতুর্দ্দশ দিবস; কাল পক্ষ পূর্ণ হইবেক।”

 অভিরাম স্বামী কহিলেন, “এক্ষণে কি স্থির করিয়াছ?”

 বিমলা উত্তর করিলেন, “উচিত-পরামর্শ-জন্যই আপনার কাছে আসিয়াছি।”

 স্বামী কহিলেন, “উত্তম, আমার পরামর্শ এই যে, এ বিষয় আর মনে স্থান দিও না।”

 বিমলা অতি বিষণ্ণমনে নীরব হইয়া রহিলেন। অভিরাম স্বামী জিজ্ঞাসা করিলেন, “বিষণ্ণ হইলে কেন?”

 বিমলা কহিলেন, “তিলোত্তমার কি উপায় হইবে?”

 অভিরাম স্বামী সবিস্ময়ে জিজ্ঞাসা করিলেন, “কেন? তিলোত্তমার মনে কি অনুরাগ সঞ্চার হইয়াছে?”