পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এই সময়ে প্রদের আলি নয়ান ীে অঞ্চ পল * अजवब बिजना গিী বললেন, “এই বলছিলাম যে, তুই যদি আবার বিয়ে করিম, জব আবার বোঁ । বরণ করে ঘরে তুলি।” of o - ੋ: o ব্রজেশ্বর অন্তমনা হইল, কিছু উত্তর না করিয়া চলিয়া গেল। . . .. প্রদোষকালে গিল্পী ঠাকুরাণী কৰ্ত্ত মহাশয়কে বাতাস করিতে করিতে, ভঙুচরয় এই কথা নিবেদন করিলেন। কর্তা জিজ্ঞাসা করিলেন, “তোমার মনটা কি ?” - গিল্পী। আমি ভাবি কি যে, সাগর বেী ঘর করে না। নয়ান বেী ছেলের যোগ্য বে। নয়। তা যদি একটি ভাল দেখে ব্রজ বিয়ে ক’রে সংসার ধৰ্ম্ম করে, আমার মুখ হয়। কৰ্ত্তা। তা ছেলের যদি সে রকম বোঝ, তা আমায় বলিও। আমি ঘটক ডেকে ভাল দেখে সম্বন্ধ করব। গিল্পী। আচ্ছ, আমি মন বুঝিয়া দেখিব । মন বুঝিবার ভার ব্রহ্মঠাকুরাণীর উপর পড়িল। ব্রহ্মঠাকুরাণী অনেক বিরহসন্তপ্ত এবং বিবাহ-প্রয়াসী রাজপুত্রের উপকথা ব্রজকে শুনাইলেন, কিন্তু ব্রজের মন তাহাতে কিছু বোঝা গেল না। তখন ব্রহ্মঠাকুরাণী স্পষ্ট জিজ্ঞাসাবাদ আরম্ভ করিলেন। কিছুই খবর পাইলেন না। ব্রজেশ্বর কেবল বলিল, “বাপ মা যে আজ্ঞা করিবেন, আমি তাই পালন করিব।” কথাটার আর বড় উচ্চবাচ্য হইল না।