পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- - - 。 。 "" - - ** অল্প—সাহায্য বা অবলম্বন ব্যতীত সকল বস্তু

প্রফুল্প। মানুষের স্বাভাবিক প্রত্যক্ষশক্তি

প্রত্যক্ষ করিতে পারে না। : - দিবা। প্রত্যক্ষের জন্য আবার সাহায্য কি রকম ? দেখ, এই নদী, জল, গাছ, পালা, নক্ষত্র, সকলই আমি বিনা সাহায্যে দেখিতে পাইতেছি । " - - “সকলই নয়। ইহার একটি উদাহরণ দিব ?” বলিয়া প্রফুল্ল হাসিল । হাসির রকমটা দেখিয়া নিশি জিজ্ঞাসা করিল, “কি ?” প্রফুল্ল বলিতে লাগিল, “ইংরেজের সিপাহী আমাকে আজ ধরিতে আসিতেছে জান ?” দিবা দীর্ঘনিশ্বাস ত্যাগ করিয়া বলিল, “তা ত জানি।” প্রফুল্ল। সিপাহী প্রত্যক্ষ করিয়াছ ? ' দিবা। না। কিন্তু আসিলে প্রত্যক্ষ করিব । . প্র। আমি বলিতেছি, আসিয়াছে, কিন্তু বিনা সাহায্যে প্রত্যক্ষ করিতে পাবিতেছ না । এই সাহায্য গ্রহণ কর । - এই বলিয়া প্রফুল্ল দিবার হাতে দূরবীক্ষণ দিল । ঠিক যে দিকে দেখিতে হইবে, দেখাইয় দিল । দিবা দেখিল । • . দেবী জিজ্ঞাসা করিল, “কি দেগ্নিলে ?” দিবা। একখানা ছিপ। উহাতে অনেক মানুষ দেখিতেছি বটে। দেবী। উহাতে সিপাহী আছে। আর একখানা দেখ । এরূপে দেবী দিবাকে পাচখানা ছিপ নানা স্থানে দেখাইল । নিশিও দেখিল । নিশি জিজ্ঞাসা করিল, “ছিপগুলি চরে লাগাইয়া আছে, দেখিতেছি । আমাদের ধরিতে আসিয়াছে, কিন্তু আমাদের কাছে না আসিয়া ছিপ তীরে লাগাইয়া আছে কেন ?” . দেবী। বোধ হয়, ডাঙ্গা-পথে যে সকল সিপাহী আসিবে, তাহারা আসিয়া পৌঁছে নাই। ছিপের সিপাহী তাহাদের অপেক্ষায় আছে। ডাঙ্গার সিপাহী আসিবার আগে, ছিপের সিপাহী আগু হইলে, আমি ডাঙ্গ-পথে পলাইতে পারি, এই শঙ্কার উহারা আগু হইতেছে না । 、 দিবা। কিন্তু আমরা ত উহাদের দেখিতে পাইতেছি ; মনে করলেই ডপলাইতে পারি।