পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিশি। ভগিনি । প্রাণে বঁচিলে এক দিন না এক দিন স্বামীর সঙ্গে সাক্ষাৎ হইবেক। আজ ডাঙ্গায় উঠিয়া প্রাণরক্ষা করিবে চল । এখনও যদি ডাঙ্গায় সিপাহী আসে নাই, তবে ডাঙ্গা-পথে এখন প্রাণরক্ষার উপায় আছে । : , , , , দেবী। যদি প্রাণের জন্য আমি এত কাতর হইব, তবে আমি সকল সংবাদ জানিয়া শুনিয়া এখানে আসিলাম কেন ? আসিলাম যদি, তবে লোক জন সবাইকে বিদায় দিলাম কেন ? আমার হাজার বরকন্দাজ আছে—তাহাদের সকলকে অন্য স্থানে পাঠাইলাম কেন ? দিবা । আমরা আগে যদি জানিতাম, তাহা হইলে তোমায় এমন কৰ্ম্ম করিতে দিতাম না। - দেবী । তোমার সাধ্য কি, দিবা ! যা আমি স্থির করিয়াছি, তা অবশ্ব করিব। আজ স্বামিদর্শন করিব, স্বামীর অনুমতি লইয়া জন্মান্তরে তাহাকে কামনা করিয়া প্রাণ সমর্পণ করিব । তোমরা আমার কথা শুনিও, দিবা নিশি ! আমার স্বামী যখন ফিরিয়া যাইবেন, তখন র্তাহার নৌকায় উঠিয়া তাহার সঙ্গে চলিয়া যাইও । আমি এক ধরা দিব, আমি এক ফঁাসি যাব । সেই জন্যই বজরা হইতে আর সকলকে বিদায় দিয়াছি। তোমরা তখন গেলে না। কিন্তু আমায় এই ভিক্ষা দাও—আমার স্বামীর নৌকায় উঠিয়া পলায়ন করিও। নিশি । ধড়ে প্রাণ থাকিতে তোমায় ছাড়িব না । মরিতে হয়, একত্র মরিব । প্র । ও সকল কথা এখন থাক—যাহা বলিতেছিলাম, তা বলিয়া শেষ করি। যাহা চাক্ষুষ প্রত্যক্ষ করিতে পারিতেছিলে না, তা যেমন দূরবীক্ষণের সাহায্যে প্রত্যক্ষ করিলে, তেমন ঈশ্বরকে মানস প্রত্যক্ষ করিতে দূরবীণ চাই । দিবা । মনের আবার দূরবীণ কি ? প্র । যোগ । দিবা । কি—সেই ন্যাস, প্রাণায়াম, কুম্ভক, বুজরুকী, ভেন্ধী— প্র । তাকে আমি যোগ বলি না। যোগ অভ্যাস মাত্র । কিন্তু সকল অভ্যাসই যোগ নয়। তুমি যদি দুধ ঘি খাইতে অভ্যাস কর, তাকে যোগ বলিব না। তিনটি অভ্যাসকেই যোগ বলি । দিব। কি কি তিনটি ? প্র । জ্ঞান, কুৰ্ম্ম, ভক্তি । জ্ঞানযোগ, কৰ্ম্মযোগ, ভক্তিযোগ । ততক্ষণ নিশি দূরবীণ লইয়া এদিক ওদিক দেখিতেছিল। দেখিতে দেখিতে বলিল, “সম্প্রতি উপস্থিত গোলযোগ " " - ליצ