পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{R} - দেবী চৌধুরাণী প্র । না হয় মরিব । মা। আমি মরিলে যা হয় করিসূ ; তুই উপস্ করিয়া মরিবি, আমি চক্ষে দেখিতে পারিব না। যেমন করিয়া পারি, ভিক্ষা করিয়া তোকে খাওয়াইব । প্র। ভিক্ষাই বা কেন করিতে হইবে ? এক দিনের উপবাসে মানুষ মরে না। এসে না, মায়ে ঝিয়ে আজ পৈতে তুলি কাল বেচিয়া কড়ি করিব। মা। সূতা কই ? প্র । কেন, চরকা আছে । মা ! পাজ কই ? م۔’’ তখন প্রফুল্লমুখী অধোবদনে রোদন করিতে লাগিল। মা ধুচুনী হাতে আবার চাউল ধার করিয়া আনিতে চলিল, তখন প্রফুল্ল মার হাত হইতে ধুচুনী কাড়িয়া লইয়া তফাতে রাখিল । বলিল, “ম, আমি কেন চেয়ে ধার করে খাব—আমার ত সব আছে ?” মা চক্ষের জল মুছাইয়া বলিল, “সবই ত আছে মা—কপালে ঘটিল কৈ ?” প্র । কেন ঘটে না মা--তামি কি অপরাধ করিয়াছি যে, শ্বশুরের অন্ন থাকিতে আমি থাইতে পাইব না ? মা। এই অভাগীর পেটে হয়েছিলে, এই অপরাধ—আর তোমার কপাল । নহিলে তোমার অল্প খায় কে ? - প্র । শোন মা, আমি আঞ্জ মন ঠিক করিয়াছি—শ্বশুরের অন্ন কপালে জোটে, তবে খাইব—নইলে আর খাইব না। তুমি চেয়ে চিন্তে যে প্রকারে পার, আনিয়া খাও । খাইয়া আমাকে সঙ্গে করিয়া শ্বশুরবাড়ী রাখিয়া আইস । মা । সে কি মা ! তাও কি হয় ? প্র । কেন হয় না মা ? ম। না নিতে এলে কি শ্বশুরবাড়ী যেতে আছে ? প্র। পরের বাড়ী চেয়ে খেতে আছে, আর না নিতে এলে আপনার শ্বশুরবাড়ী যেতে নেই ? - মা । তারা যে কখনও তোমার নাম করে না । প্র । না করুক—তাতে আমার অপমান নাই । যাহাদের উপর আমার ভরণপোষণেব ভার, তাহাদের কাছে অল্পের ভিক্ষা করিতে আমার অপমান নাই। আপনার ধন আপনি চাহিয়া খাইব—তাহাতে আমার লজ্জা কি ?