পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

se দেবী চৌধুরাণী প্র । বটে। তা তারাও ত একটা নাম রেখেছিল ? সুন্দরী । নানা রকম । প্র। কি কি ? সুন্দরী। পোড়ারমুখী, লক্ষ্মীছাড়া, হতভাগী, চুলোমুখী । এতক্ষণ গোবরার মা আবার কান হারাইয়াছিল। এই কয়টা সদাশ্ৰুত গুণবাচক শব্দে শ্ৰুতি জাগরিত হইল। সে বলিল, “যে আমায় পোড়ারমুখী বলে, সেই পোড়ারমুখী, যে আমায় টুলোমুখী বলে, সেই চুলোমুখী, যে আমায় আটকুড়ী বলে, সেই আঁটকুড়া”— সুন্দরী । (হাসিয়া) আটকুড় বলি নাই, বাছা! গো-মা । তুই আঁটকুড়ী বলিলেও বলেছিস, না বলিলেও বলেছিস্—কেন বলবি লা? প্রফুল্ল হাসিয়া বলিল, “তোমাকে বলচে না গো-ও আমাকে বলচে।” তখন নিশ্বাস ফেলিয়া গোরার মা বলিল, “ও কপাল! আমাকে না ? তা বলুক মা, বলুক, তুমি রাগ ক’রো না। ও বামনীর মুখটা বড় কতুৰ্য্যি। তা বাছা! রাগ করতে নেই।” গোরার মার মুখে এইরূপ আত্মপক্ষে বীররস ও পক্ষান্তরে শাস্তিরসের অবতারণা শুনিয়া যুবতীদ্বয় প্রতা হইলেন। প্রফুল্ল অপরাকে জিজ্ঞাসা করিলেন, “বামনী ? তা আমাকে এতক্ষণ বল নাই ? আমার প্রণাম করা হয় নাই।” প্রফুল্ল প্রণাম করিল। বয়স্তা আশীৰ্ব্বাদ করিয়া বলিল, “আমি বামনের মেয়ে বটে—এইরূপ শুনিয়াছি—কিন্তু বামনী নই।” প্র। সে কি ? বয়স্তা। বামন যোটে নাই । প্র । বিবাহ হয় নাই ? সে কি ? বয়স্তা। ছেলেধরায় কি বিয়ে দেয় ? প্র । চিরকাল তুমি ছেলেধরার ঘরে ? বয়স্তা। না, ছেলেধরায় এক রাজার বাড়ী বেচে এয়েছিল । প্র । রাজারা বিয়ে দিল না ? বয়স্তা। রাজপুত্র ইচ্ছুক ছিলেন–কিন্তু বিবাহট গান্ধৰ্ব্বমত। প্র। নিজে পাত্ৰ বুঝি ? বয়স্তা। তাও কয় দিনের জন্য বলিতে পারি না। * প্র । তার পর ?