পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

હર দেবী চৌধুরাণী সা। আমি তত অধম নহি । কিন্তু আমি যদি ব্রাহ্মণের মেয়ে হই, তবে তুমি আমার পা— o, সাগরের কথা ফুরাইতে না ফুরাইতে পিছনের জানাল হইতে কে বলিল, “আমার পা কোলে লইয়া, চাকরের মত টিপিয়া দিবে।” সাগরের মুখে সেই রকম কি কথা আসিতেছিল। সাগর না ভাবিয়া চিন্তিয়া, পিছন । ফিরিয়া না দেখিয়া, রাগের মাথায় সেই কথাই বলিল, “আমার পা কোলে লইয়া চাকরের মত . টিপিয়া দিবে।” ব্ৰজেশ্বরও রাগে সপ্তমে চড়িয়া কোন দিকে না চাহিয়া বলিল, “আমারও সেই কথা । যত দিন আমি তোমার পা টিপিয়া না দিই, তত দিন আমিও তোমার মুখ দেখিব না। যদি আমার এই প্রতিজ্ঞা ভঙ্গ হয়, তবে আমি অব্রাহ্মণ ।” তখন রাগে রাগে তিনটা হইয়া ফুলিয়া ব্ৰজেশ্বর চলিয়া গেল। সাগর পা ছড়াইয়া 'কাদিতে বসিল । এমন সময়ে সাগর যে ঘরে বসিয়া কঁাদিতেছিল, সেই ঘরে এক জন পরিচারিক, ব্রজেশ্বর গেলে পর সাগরের কি অবস্থা হইয়াছে, ইহা দেখিবার অভিপ্রায়ে ভিতরে প্রবেশ করিল, ছুতানতা করিয়া তুই একটা কাজ করিতে লাগিল। তখন সাগরের মনে পড়িল যে, জানালা হইতে কে কথা কহিয়াছিল । সাগর তাহাকে জিজ্ঞাসা করিল, “তুই জানেল হইতে কথা কহিয়াছিলি ?” সে বলিল, “কই না ?” সাগর বলিল, “তবে কে জানেলায় দেখ ত ” তখন সাক্ষাৎ ভগবতীর মত রূপবতী ও তেজস্বিনী এক জন স্ত্রীলোক ঘরের ভিতর - প্রবেশ করিল। সে বলিল, “জানালায় আমি ছিলাম।” so: সাগর জিজ্ঞাসা করিল, “তুমি কে গা ?” 2 তখন সে স্ত্রীলোক বলিল, “তোমরা কি কেউ আমায় চেন না ?” সাগর বলিল, “না—কে তুমি ?” তখন সেই স্ত্রীলোক উত্তর করিল, “আমি দেবী চৌধুরাণী।” পরিচারিকার হাতে পানের বাট ছিল, ঝন ঝন্‌ করিয়া পড়িয়া গেল। সেও কঁাপিতে কঁাপিতে আঁ—আঁ—আঁ—আঁ৷ শব্দ করিতে করিতে বসিয়া পড়িল। কাকালের কাপড় খসিয়া পড়িল । - . দেবী চৌধুরাণী তাহার দিকে ফিরিয়া বলিল, “চুপ রহে, হারামজাদি । খাড়া রহে ।”