পাতা:দেবী চৌধুরানী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত্র। সে আশীৰ্ব্বাদ আমি কাহাকেও করি না—তোমার এক-শ তিন বছর পরমাৰু ৷ স্বন্দরী। আমার বয়স পঁচিশ বৎসর। আটাত্তর বৎসর ধরিয়া তুমি আমার ভাত । ব্র । আগে এক দিন ত রাধি। খেতে পার ত, না হয় আটাত্তর বৎসর রাধিব । , সুন্দরী । তবে বসো—কেমন রাধিতে জান, পরিচয় দাও । ব্ৰজেশ্বর তখন সেই কোমল গালিচার উপর বসিল । সুন্দরী জিজ্ঞাসা করিল, “তোমার নাম কি ?” ব্র । তা ত তোমরা সকলেই জান, দেখিতেছি । আমার নাম ব্ৰজেশ্বর ৷ তোমার নাম কি ? গলা অত মোটা করিয়া কথা কহিতেছ কেন? তুমি কি চেনা মাম্বৰ ? সুন্দরী। আমি তোমার মুনিব—আমাকে ‘আপনি মিশাই’ আর ‘আজ্ঞে বলিবে । ত্র । আজ্ঞে, তাই হইবে। আপনার নাম ? সুন্দরী। আমার নাম পাঁচকড়ি। কিন্তু তুমি আমার ভৃত্য, আমার নাম ধরিতে পারিবে না। বরং বল ত আমিও তোমার নাম ধরিব না। ব্র। তবে কি বলিয়া ডাকিলে আমি আজ্ঞা বলিব ? পাঁচকড়ি। আমি রামধন বলিয়া তোমাকে ডাকিব। তুমি আমাকে ‘মুনিব ঠাকুরুশ বলিও । এখন তোমার পরিচয় দাও—বাড়ী কোথায় ? ত্র। এক কড়ায় কিনিয়াছ—অত পরিচয়ের প্রয়োজন কি ? পাঁচ। ভাল, সে কথা নাই বলিলে। রঙ্গরাজকে জিজ্ঞাসা করিলে জানিতে পারিব। , রাঢ়ী, না বারেন্দ্র, না বৈদিক ? ব্র । হাতের ভাত ত খাইবেন—যাই হই না। পাঁচ। তুমি যদি আমার স্বশ্রেণী না হও—তাহ হইলে তোমাকে অন্ত কাজে দিব । ত্র। অন্য কি কাজ ? পাচ । জল তুলিবে, কাঠ কাটিবে—কাজের অভাব কি ! ত্র। আমি রাঢ়ী। মুন্দরী। আমাকে “শিগগির মর" বলিয়া আশীৰ্ব্বাদ কর।