পাতা:ধর্ম্মতত্ত্ব-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬ ধৰ্ম্মতত্ত্ব শিস্য। দণ্ডনীতি ক্রোধমূলক বলিয়া আমি স্বীকার করিতে পারিলাম না, বরং দয়ামূলক বলা ইহার অপেক্ষ ভাল হইতে পারে। কেন না, সৰ্ব্বলোকের মঙ্গল কামনা। করিয়াই, দণ্ডশাস্ত্রপ্রণেতার দণ্ডবিধি উদ্ভূত করিয়াছেন। এবং সৰ্ব্বলোকের মঙ্গল কামনা করিয়াই রাজ দণ্ড প্রণয়ন করিয়া থাকেন । - গুরু। আত্মরক্ষার কথাটা বুঝিয়া দেখ । অনিষ্টকারীকে নিবারণ করিবার ইচ্ছাই ক্রোধ। সেই ক্রোধের বশীভূত হইয়াই আমরা অনিষ্টকারীর বিরোধী হই। এই বিরোধই আত্মরক্ষার চেষ্টা । হইতে পারে যে, আমরা কেরল বুদ্ধিবলেই স্থির করিতে পারি যে, অনিষ্টকারীর নিবারণ করা উচিত। কিন্তু কেবল বুদ্ধি দ্বারা কার্য্যে প্রেরিত হইলে, ক্রুদ্ধের যে ক্ষিপ্রকারিত এবং আগ্রহ তাহ আমরা কদাচ পাইব না । তার পর যখন মনুষ্য পরকে আত্মবৎ দেখিতে চেষ্টা করে, তখন এই আত্মরক্ষা ও পররক্ষা তুল্যরূপেই ক্রোধের ফল হইয়া দাড়ায়। পররক্ষায় চেষ্টিত যে ক্রোধ, তাহ বিধিবদ্ধ হইলে দণ্ডনীতি হইল। শিয়া। লোভে ত আমি কিছু ধৰ্ম্ম দেখি না। গুরু। যে বৃত্তির অনুচিত ফুৰ্ত্তিকে লোভ বলা যায়, তাহার উচিত এবং সমঞ্জসীভূত ফুৰ্ত্তি—ধৰ্ম্মসঙ্গত অর্জনস্পৃহ । আপনার জীবনযাত্র নির্বাহের জন্য যাহা যাহ। প্রয়োজনীয়, এবং আমার উপর যাহাদের রক্ষার ভার অাছে, তাহাদের জীবনযাত্রা নিৰ্ব্বাহের জন্য যাহা যাহা প্রয়োজনীয়, তাহার সংগ্রহ অবশ্ব কৰ্ত্তব্য। এইরূপ পরিমিত অর্জনে— কেবল ধনার্জনের কথা বলিতেছি না, ভোগ্য বস্তুমাত্রেরই অর্জনের কথা বলিতেছি—কোন দোষ নাই । সেই পরিমিত মাত্র ছাপাইয়া উঠিলেই এই সদ্ধত্তি লোভে পরিণত হইল । অনুচিত ফুৰ্ত্তি প্রাপ্ত হইল বলিয়া উহ। তখন মহাপাপ হইয়া দাড়াইল । দুইটি কথা বুঝ। যেগুলিকে আমরা নিকৃষ্টবৃত্তি বলি, তাহদের সকলগুলিই উচিত মাত্রায় ধৰ্ম্ম, অনুচিত মাত্রায় অধৰ্ম্ম । আর এই বৃত্তিগুলি এমনই তেজস্বিনী যে, যত্ন না করিলে এগুলি সচরাচর উচিত মাত্র অতিক্রম করিয়া উঠে, এজন্য দমনই এগুলি সম্বন্ধে প্রকৃত অনুশীলন । এই ছুটি কথা বুঝিলেই তুমি অনুশীলনতত্ত্বের এ অংশ বুঝিলে । দমনই প্রকৃত অনুশীলন, কিন্তু উচ্ছেদ নহে। মহাদেব, মন্মথের অনুচিত ফুৰ্ত্তি দেখিয় তাহাকে ধ্বংস করিয়াছিলেন, কিন্তু লোকহিতার্থ আবার তাহাকে পুনৰ্জ্জীবিত করিতে হইল।* শ্ৰীমদ্ভগবদগীতায়, কৃষ্ণের যে SBBB BB BBBS BB BB BBB BBBB BB BBB BBB BBB BBBBBB BBBB BBBB BBS BBB BBBBBB BB BBBBD DBBB S DBB BD DB BBBS BBBB DiBBD DBBB BBS BBBB BBBBBBB BBBB B BBBB BBBB BBB BBB BBBB BBBB BB BBBBBBBSLLLSS BBB ৰোধ হইবে না। সমরাস্তরে দুই একটা উদাহরণ দিব ।