পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় “মাথাতে যার বরুণছত্র, সমুদ্র যার সেনা । মীণাঙ্ক যার ঝাণ্ড নিশান, কড়ির লেনা দেন ॥” সকলে ॥ চমৎকার । চমৎকার ! J ভাণমতী ॥ নাঃ পূবদিকে নেই ! পশ্চিম দিকে কে যায় ? মকরবাহন বরুণ যায় ! অর্থই জলে দিক ভোলায় ! সৰ্ণতার জলে ফুল ছড়ায় ! পাথার জলে জাল জড়ায় । আর কে যায়......সিন্ধু-সুরাটের রাজা যায়, ঘোড়ায় চ’ড়ে হেলার ভরে, সিংহ হাতী শিকার করে । শূলের আগায় হুনের মাথা শকের সকল দপ হরে ৷ চোখে দেখছি না নখে দেখছি ?......নখের কল্যাণে চোখেই দেখছি ! সকলে ॥ আশ্চৰ্য্য । আশ্চৰ্য্য ! ভাণমতী ॥ নাঃ এদিকেও নেই!... ..দক্ষিণদিকে কে যায় ?... মহিষবাহন যম যায়! যমের ভাই নিয়ম যায়.যমদূতের চোখ পাকায় ......আর কে যায়, লঙ্কার রাজা রাবণ যায়... ... “বড়বা-মুখ যজ্ঞকুণ্ডে শক্রমুণ্ড দ্যায় আহুতি । bూసి