পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ নীচের তলায় শঙ্খ, ঝারি, চন্দন-মালা প্রভৃতি নিয়ে সর্থীর দলের প্রবেশ ] সঞ্জীর দল। ( গান ) কিছু নয়, ধূপের ধোয়ায় হঠাৎ কেমন মাথাটা গেছ ল ধ’রে ! মনে হয়, স্বপ্ন যেন চক্ষু মেলে দেখেছি দিন দু’পরে ! কলহ দম্পতীর এই, দোষ কিছু নেই, সবারি ঘটে এমন, বিরহ বিদ্রোহী হয়, জলে হৃদয়, গোপনে গলে নয়ন । খেয়ালে দেয়াল তুলে মনের ভুলে মিছে রই মুখ ফিরায়ে, শেষে ঠিক মেঘ কেটে যায়, চাদ হেসে চায় নীরবে মন ভিড়ায়ে !