পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় সাবধান হয়ে চলতে হয় ?... দুদিন পরে রাজ্যের ভার . যাদের মাথায় নিতে হবে, মন্ত্র-গুপ্তি তাদের সাধনার সামগ্ৰী •••••• সব কথা জানিয়েই যে যেতে হবে তার কি মানে আছে ? শ্ৰুতকীৰ্ত্তি। আমি অতশত বুঝতে চাইনে, স্ত্রী তো স্বামীর ছায়া, ...ই কি না, স্ত্রী সৰ্ব্বদা ছায়ার মতন স্বামীর অনুগামিনী হবে, আমাদের সে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে কেন ?••••••তুমিই বলো, হয় বল শাস্ত্রের এ কথা ভূয়ো, নয় তো. মাণ্ডবী ॥ নয় তো, আর কি ? চল, সবাই মিলে ওদের রথের অনুগমন করি অর্থাৎ কি না পিছন পিছন ধাওয়া করি. . . . . . উৰ্ম্মিলা ৷ যদি ওরা ঘোড়ায় চ’ড়ে যাত্রা করে ? . মাগুবী ৷ তবে ঘোড়ার ল্যাজ ধ’রে সটান ঝুলে পড়ি, • • • • • অনুগমন তো করতে হবে , শ্ৰুতকীৰ্ত্তি ৷ মাওঃ,..আমি সে কথা বলছি-নে। সীতা । তবে ? শ্ৰুতকীৰ্ত্তি ॥ কোথায় যাওয়া হচ্ছে, অন্তত, সেইটে জানতে হবে,. সীতা ॥ কি ক’রে ? শ্ৰুতকীৰ্ত্তি ॥ ফের চিঠি লিখে । সীতা ॥ বেশ, লেখো । শ্ৰুতকীৰ্ত্তি ॥ সবাই মিলে, . . চার বোনে । > &