পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় সংসারী হয়েছে, ওদের ওপর আমি রাগ করব ? ( গালে মুখে চড়াতে চড়াতে ) আরে আমার কপাল! অারে আমার কপাল ! / বেত্রবর্তী ॥ না, না, আমিও তো তাই বলছিলুম, তুমি কি রাগ তে | পার ......বলি হ্যা আয়ি, তোমার গাম্‌ছায় কি ? তন্দ্রাবুড়ী ৷ অ-মা ! ও সেই কোটোটা আর কটা কঁাচ বেল, C & To o so o বড় দেউড়ীর দারোয়ানেরা পাড় ছিল কি না, ...... তাই......চেয়ে আনলুম,......র্কাচ বেল,......পুড়িয়ে খাব ৷ বেত্রবর্তী ॥ তা’ বেশ করেছ ; এখন আমাদের বেল-পোড়াই আহার, আর তামাক-পোড়াই বাহার। তন্দ্রাবুড়ী ৷ ( আপন মনে ) দেখলুম ঠাউরে ঠাউরে গোটকতক বেল পেকেছে, তা’...... [ নকুলিকা ও কুরঙ্গিকার প্রবেশ ] t নকুলিক। পেকেছে তো পেকেছে, বেল পাকলে কাগের কি ? তন্দ্রাবুড়ী ॥ কে লা ?......নকুলি বুঝি, ......তুই বড় নকুলে, в 4 0 в 4 } তা’ হ্যালা, আমি কি কাগ ? নকুলিকা ॥ ষাট্‌ ! তুমি কাগ হ’তে যাবে কেন ? তুমি হ’চ্ছ “কাগভূষণ্ডির কাকী, কাকাতুয়া পার্থী !”......তন্দ্র আয়ি, কই, আজকে আমায় পান দিলে না ? তন্দ্র বুড়ী ॥ ওলো আমার নাম তন্দরা নয়, তন্দরা নয়, আমার নাম চন্দর, আকাশের চাদ......বুঝেছিস ? >R