পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় নকুলিকা ৷ তবে যে সবাই তন্দ্রাবুড়ী বলে ? তন্দ্রীবুড়ী ৷ তা’ বুঝি জানিস-নে— ( সুরে } এই, বয়স যখন তিনকুড়ি সাত ফোকলা দাতের কল্যাণে, তখন, চন্দ্রাবলীই তন্দ্রাবুড়ী নকুলিকা ৷ গঙ্গাপ্রাপ্তি সজ্ঞানে ! তন্দ্রাবুড়ী ॥ যখন, সদাই ঢোলে ছ'চক্ষু নকুলিকা। ভূয়ে, না গড়াতেই ঘড়র ফুঃ ! তন্দ্রাবুড়ী। তখন, নতুন নতুন আখ্যা নিতুই নাৎনী-নাতির ব্যাখ্যানে । নকুলিকা ॥ তা বাপু, নাতনী নাতির দোষ কি ?......সব বয়সে * মানায়, সকল বয়সে মানে হয়, তাকেই তো বলি নাম । বাপ-মায়ে সে রকম নাম রাখে না কেন ? তা রাখা হয় না ; নাম কি ? না কুস্থমিকা, অরুণিকা, মদনমোহিনী । কুসুমিকা যখন বোটাসারিকা তখনে কুসুমিকা ! অরণিকা যখন আমসী-গালিকা তখনে অরুণিক ! মদনমোহিনী যখন যমদূতেরও মন মোহন করতে পারেন কিনা সন্দেহ, তখনো নাম জিজ্ঞেস করলে বলতে বাধ্য হবেন সেই মদনমোহিনী !