পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক প্রথম দৃশ্য [ শ্রতর্কীৰ্ত্তির মহল-সংলগ্ন শ্যামল-আরাম’ নামক পুষ্প বাটিক ; মাঝে মাঝে ইট-বাধানে পথ ; পথের ইটগুলি কতকটা মৎস্যপঞ্জরের ছাদে সাজানো, মাঝে মাঝে আবার স্বস্তিকের ছাদে বসানো হয়েছে। স্বস্তিকের মাঝ থেকে কোথাও ফিনকি দিয়ে ফোয়ার ছুটেছে, কোথাও রজনীগন্ধার পুষ্প-দণ্ড উঠেছে। বিলে—পদ্মবন, পদ্মবনের মাঝে মাঝে শ্বেতপাথরের পদ্মকলি । দূরে প্রাচীরের ধারে ধারে অশোক, বকুল, চাপা, নাগকেশর ও মুচুকুন্দের গাছ । তার কোলে গন্ধরাজ, টগর, রঙন, জুই, চামেলা প্রভূতি । একটা ফুলকরী পাথরের বেদীর উপর একরাশ কৃষ্ণচূড়ার ফুল । নিপুণেক, কপোতিক, মুকুলিকা প্রভৃতি তরুণীর দল একটা বকুলগাছের ডালে দোল বাধ তে ব্যস্ত । ] তরুণীর দল ৷ ( গান ) চারি চক্ষে যে চেনাচিনি, অয়ি কিশোরী ! তারে, জীয়াইয়ে রেখ মিনতি করি ! তোরি তরে ঝরোকারে রেখেছে রে খোলা ! সাড়া দাও, পায়জোরে আওয়াজে ভরি’ ! তোরি তরে তরু পরে বেঁধেছে রে দোলা ! ফুলে যাও, ভুলে চলে এস ভ্রমরী ! 3) V)