পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায়

[ মালিনীর প্রবেশ ]

মালিনী ॥ ( গান ) খাস্-বাগানের ঠাস গোলাপে রাশ ক’রে ! 峪 বেঁধেছি পরিপটি এই তোড়াটি মৌমাছি নিরাশ ক’রে । এনেছি জুয়ের গোড়ে যত্নে গড়ে ফুলের তোড়ে মস্ত্রে বেঁধে, এনেছি ফুলের চোলি কলি কলি বেল-চামেলি ছন্দে গেঁথে, গড়েছি ফুলের পাখা ফুল-পতাকা মালঞ্চ উদাস ক’রে ! কেড়েছি পঞ্চশরের সব ক’টি শর কিশোর হাসির দাস ক’রে । কপেশতিকা ৷ মালিনী, আ মালিনী ! নিপুণিকা ॥ ফুলের চোলি ? এনেছ তো... . মালিনী ॥ এনেছি বই কি, সব এনেছি......শুধু ফুলের চোলি ? ......হুঃ ! কত রকম ফুলের গয়না এনেছি, তা তো দ্যখিনি......আজ বসন্তোৎসবের সনযুৎ, ......এই আজ আর কাল.এই দু’দিন সোনার গয়না গায়ে ঠেকাতেই নেই, তা বুঝি জান না ? • ■ ... { , & C, ද්ධාංකු