পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় যবনী ॥ ঈরস্। চঞ্চরকা। কী রস ? যবনী ॥ (চঞ্চরীকার কাণের কাছে মুখ নিয়ে গিয়ে ) ঈরস্। চঞ্চরীকা ॥ ও-রসে আমাদের কাজ নেই, আমাদের কন্দপই ভালো ।......আবার ভালোবাসার মেয়ে-দেবতা ? তার নাম কি বল্লে ? যবনী ॥ ওর দু’ নাম, ...কেউ বলছে আফ্রোজিনি,••••••কেউ বলছে আফ্রোদিতি। চঞ্চরীকা ॥ যবনী, তোর কপাল খুলেছে। ঘবনী ॥ ( কপালে হাত বুলিয়ে দেখে ) কই ? চঞ্চরীক ৷ হাত বুলিয়ে কি দেখছিস্ ?••• “তুই দেখতে পাবি নি ; আমি দিব্যচক্ষে দেখছি। যবনী ॥ (সবিস্ময়ে মুখের দিকে চেয়ে বোকাটে হাসি হাসতে লাগল ) চঞ্চরীকা ॥ শোন, বলি.তোদের এই ভালোবাসার মেয়েদেবতার কথা শ্ৰুতকীৰ্ত্তি ঠাকুরুণকে বলতে পারিস ?...... বখ শিস পাবি। যবনী ॥ ছোটো কত্রী আমাদের দেবতা পূজবে ? আমরাও কাল পূজব,.মিছিল বার হবে,••••••আফ্রোজিনির মিছিল......নৌকায় বার হবে । চঞ্চরীক৷ কোথায় ? সরযুতে ? যবনী ॥ না, ফুল-বাড়ীর ঝিলে ; ......যত মেয়ে শাস্ত্রী মিলে চাদ