পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় তুলেছি। নৌকা সাজাব...গেছে পশমের ফুল দিয়ে, লাল টক্‌ টক্‌ ফুল দিয়ে । চঞ্চরীকা ॥ গেছে। পশম ?......সে কি ? যবনী ॥ ভারি বড় গাছ . ...ভারি লাল লাল ফুল ! চঞ্চরীক (হেসে ) অ ! শিমুল ! যবনী ॥ হু', আমরা গেছে। পশম বলি......আমার দেশে গাছে পশম হয় না,• • • • • •তোমার দেশ ভারি মজার......গাছে পশম হয় । চঞ্চরীক ॥ তা তো হয় !......কিন্তু এত ফুল থাকৃতে শিমুল ফুল কেন ? যবনী ॥ লাল. কলিজার মতন লাল......কি রং ! চঞ্চরিকা ॥ তোমরা রংই সার জেনেছ,......গন্ধ ফুল ভালো লাগে না ? যবনী ॥ গন্ধ ফুল ?......হাচি হয়, সর্দি ! চঞ্চরীকা ॥ শিমুল ফুল ধুয়ে খাও .....চলুম। [ প্রস্থান [ স্নানাগারের ভিতর থেকে সীতা ও উৰ্ম্মিলার প্রবেশ ] যবনী ॥ (গ্ৰীক ধরণে অভিবাদন ক’রে কুলুঙ্গি থেকে একটা কোঁটা নিয়ে সীতার সামনে ধ’রে ) কৌটী !...... সীতা । কোঁটো ?......কিসের কৌটো ?......কোখেকে এল ? বনী । কিপোস ফেলেছে...... @>