পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক o প্রথম छूश्] [ পুষ্পবাটীকার অপর অংশ, দূরে কন্দপ-মন্দির দ্যাখা যাচ্চে। মন্দিরের গায়ে চকাচকি, হংস-হংসা, ময়ুর-ময়ুরী, কপোত-কপোতীর আধ-খোদাই নক্সা ! পাশে ঝিল, ঝিলে ল দিয়ে সাজানো একখানা নৌকো। এদিকে মাধবী-লতা-জড়ানো ও#াল গাছে একটা ফুল দিয়ে সাজানো দোলা ঝুলছে । মুকুলিকার পিছন পিছন বল্পরীকার প্রবেশ । ] বল্লরীক স্বজনী ! শোজনে কুঁড়ি ! মুকুলিকা ৷ কি স্বজনী বড়াই-বুড়ী ! বল্লরীকা ॥ দেব গায় ফাগের গুড়ি ! মুকুলিকা ॥ ফকুড়ি ফের ? বটে ...বটে ? বল্লরীকা ॥ দিই না দু’টি আজ কি চটে ? মুকুলিকা ॥ দিস খুনি সেই সন্ধ্যেবেলা, জম্বে যখন লোকের মেলা । বলি হ্যালা ! রকম কিলো ? বল্লরীক ॥ রকম কি আর ? দুঃসমাচার '్సు হুতুম্-থুমোর হুমকি এলো ! মুকুলিকা ৷ সে কি রকম ? প্লরীকা ॥ বন্ধ এবার বকম্-বকম্। 6t «)(ჯ