পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় সকলে ৷ ( গান ) ও যে, সকল হিয়া বেঁধে কুসুম-শরে— ওরে, সবাই মারো সই কাকন-করে । ওর আবীর লোহ ওর রঙীন মোহ মুহু পড়কে ঝ’রে ঝরে ভুবন পরে । [ সকলের প্রস্থান [ শ্ৰুতকীৰ্ত্তি ও নকুলিকার প্রবেশ ] শ্ৰুতকীৰ্ত্তি ॥ আর বছর এই বসন্তোৎসবের দিনে, আকস্মিক আনন্দে, দিনের বেলাতেই অকাল-জ্যোৎস্নার ব্রত করেছিলুম gs p Is g d No তিমিধ্বজের পৌত্র নক্ৰধ্বজকে পরাস্ত ক’রে সেদিন ওরা হঠাৎ নগরে ফিরল......ফেরবার কোনো সম্ভাবনা ছিল না......আর এবার• • • • • • নকুলিকা ৷ এবার সবাই মিলে অকাল বাদলের ব্রত করছি...... হঠাৎ সব অন্ধকার হ’য়ে গেছে ! ... . উৎসবট একেবারে অপৌরুষেয় হ’য়ে উঠেছে. পুরুষের নাম-গন্ধ নেই ; ...••• অৰ্দ্ধেক সম্রাটের সঙ্গে তপোবনে......অৰ্দ্ধেক কুমারদের সঙ্গে নিরুদ্দেশ ! •••••একৃলা মেয়েরাই এবার এক হাতে উৎসবের তালি বাজাবার চেষ্টায় আছে । ...ভালো কথা ৭৬