পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় করতে নেই ..চল না, দিব্যি আস্তে আস্তে গাইতে গাইতে ...বাইতে বাইতে যাওয়া যাবে,......আমোদ নিয়ে কথা! সকলে ৷ ( গান ) যদি কুসুম শরে হৃদয় বেঁধে তবে কেঁদনী, ও যে, ফুলের সুখ-পরশ মাঝে মৃত্যু বেদনা ! ও যে, দিনের দাহে কুঞ্জ-ছায়ে স্বপ্ন আনে বিভোল বায়ে ঘুমের শেষে আলোর দেশে আধ-চেতনা ! حة বাইতে বাইতে প্রস্থান [ কয়েকজন তরুণীর প্রবেশ ] প্রথম ৷ এই, আজ দোল খেতে হবে......দোল খেতে হবে ( দোলায় উঠে )......একটু দুলিয়ে দে না ভাই ..... আমি আবার তোর বেলায় দেব খুনি ; নে, না । দ্বিতীয় ॥ আচ্ছা, নে, গান ধর ..... ( গান ) ঝুলিয়ে দোলা তুলিয়ে দে ! ছনিয়াতে আজ নতুন হাওয়া tro