পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় ছলিয়েছে মন ভুলিয়েছে ! শাখায় শাখায় আমের মুকুল, পারুল, চাপ, অশোক, বকুল— তুলছে দোতুল আকুল হাওয়ায় ভোমরা ফেরে পায় সেধে ! ( আজ ) কোকিল ডাকে নতুন স্বরে, নতুন ফোটে নতুন ঝরে, নতুন ছবি আঁখির পরে জাগল মোহন ফাদ ফেদে । [ প্রস্থান [ নকুলিকা ও শ্রতকীৰ্ত্তির পুনঃপ্রবেশ ] নকুলিকা ॥ ( একহাতে তালি দেওয়ার ভঙ্গী ক’রে ) বাঃ ! বাঃ ! বাঃ ! শ্ৰুতকীৰ্ত্তি ৷ নকুলিক ! ও আবার কি ? তোর কি সবই অদ্ভুত ? নকুলিকা ॥ একহাতে তালি দিয়ে একটু নতুন রকম ফুৰ্ত্তির চেষ্টায় আছি ! শ্ৰুতকীৰ্ত্তি ॥ তা কখনো হয় ?......সব বিটকেল...... নকুলিকা ॥ আজ কিন্তু দেখছি সবাই ঐ চেষ্টাই করছে ... এর দেখেও শিখছে না......ঠেকেও শিখছে না......আমি >br ט\