পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১০১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯৬৮ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । । অর্জন কহিলেন । নষ্ট মোহ, স্থতি-লাভ, হয়েছে প্রসাদে তব,— গত ভ্রান্তি মম ; আজ্ঞ পালিব তব, কেশব । ৭৩ . সঞ্জয় কহিলেন । মহাত্মা কৃষ্ণের আর পার্থে, হে নৃপোত্তম | শুনিলাম এ সংবাদ অদ্ভুত, লোমহর্ষণ । ৭৪ . শুনিমু বাস-প্রসাদে এ গুহ যোগ পরম, সাক্ষাৎ ধোগেশ্বর কৃষ্ণ কহিতে পার্থে স্বয়ম । ৭৫ কৃষ্ণাৰ্জ্জুন এ সংবাদ, অদ্ভূত ও পূর্ণাধার, স্মরিয়া, ত্বরিয়ু হৃষ্ট হইতেছি বারংবার । ৭ হরির অদ্ভুত রূপ স্বরিয়া শ্বরিয়া আর হতেছে বিস্ময় মহ, হৃষ্ট চিত্ত বারবার । ৭৭ ঘথ যোগেশ্বর কৃষ্ণ, যথা পার্থ ধনুৰ্দ্ধর, তথা স্ত্র, জিয়োতি, নীতি ধ্রুব, নৃপবর । ৭ ইতি মহাভারপ্তান্তর্গত-ভীষ্মণর্বে যোগশাস্ত্রে শ্ৰীকৃষ্ণisজুন সংবাদে মোক্ষৰোগ নাম অষ্টাদশ অধ্যায়। ১৮ ।

  1. ,

সমাপ্ত।