পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১০২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মার্কণ্ডেয় চণ্ডী t : e ^ 3 . বরখ রাজা ইহজন্মে নিজ রাজ্য ও অন্ত জন্মে অক্ষয় রাজ্য চাহিলেন, আর- * “দুঃখিত মানসে বৈশু মাখিগেন বরদান আমার কি ? আমি কিবা ? আসক্তি নাশক জ্ঞান * ১১ রাজঞ্জাতীয় লোকগুলা কি চিরকালই ঘোরতর স্বার্থপরায়ণ ? দেবী উভয়কে বর দিয়া চলিয়া গৈলেন । সুরথ জন্মে সাবর্ণি মনু হইলেন। চণ্ডীমাহ স্থা এখানে শেষ হইল । এখন কথাটা হইতেছে, মার্কণ্ডেয় ঠাকুর ষে নিতান্ত গঞ্জিকা দেবীর সেবক ছিলেন, চণ্ডীখানি পঞ্জিয়াও এমন বোধ হয় না। তিনি স্থানে স্থানে অতি উচ্চ অঙ্গের কবিত্ব ও দার্শনিকত্ব দেখাইয়াছেন। তিনি ইচ্ছা করিলে ৰে আমাদের তৃতীয় শ্রেণীর উখলুসলেখকের স্থায়ও একটি গল্প ছাদিতে পারিতেন না, এখনও বোধ হয় না। ভবে এরূপ আষাঢ়ে গল্প লিখিলেন কেন । ইহার ভিতর কি আর কোন অর্ধ আছে। জাজ কালের দিনে যাহার • পুরাতন শাস্ত্রের আধ্যাস্থিক অর্ধ ব্যবসায় করিতেছেন, মনে করিলাম তীহাদের কাহারও কাছে জিজ্ঞাসা করিয়া পাঠাইব । এমন সময়ে এক অপূৰ্ব্ব মূৰ্ত্তি উপস্থিত, আমি মেজাজটি পঞ্চমে চড়াইয়া জিজ্ঞাসা করলাম—“তুমি কে " সে মেজাজট একেবারে সপ্তমে তুলিয়া উত্তর করিল—“মহামহোপাধ্যায় শ্ৰীলক্ষ্মীকান্ত চক্রবর্তী—উপাধি তর্কভিন্সিপাল * প্র । মহাশয়ের নিবাস ? উ। আপাত্ততঃ তোমার বাড়ীতে । 2 ।। ४itग्नाछन । ॐ । छिक्र । - আমার श्ानि श्ंश । श्वभि प्रिाज शोणि रुविश्व' ऽश्वि।